রাজস্থানি ঘরাণার রাজপ্রাসাদ এবার জলপাইগুড়িতে বসেই দেখতে পারবেন দর্শনার্থীরা। শারদ উৎসবে দর্শনার্থীদের পুজো মণ্ডপে আকর্ষণ করতে রাজস্থানি ঘরাণার সাহায্য নিল জলপাইগুড়ি পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। জলপাইগুড়ি শহরের বুকে এই দুর্গাপুজো ৯৫ তম বর্ষে পদার্পণ করল এবার।
আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?
advertisement
পুজো মণ্ডপটি অবশ্যই কাল্পনিক, তবে মণ্ডপটিকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে রাজস্থানী বিভিন্ন শিল্প সামগ্রী ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রাজ প্রাসাদের অনুরূপে তৈরি করা হয়েছে মণ্ডপটি। ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে উমার মাথার ওপর ঝুলছে বিখ্যাত রাজ ঘরানার ঝাড়বাতি। তবে এখানেও নিরাপত্তার কথা চিন্তা করে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে পুজো মণ্ডপটি তৈরি হয়েছে লোহার কাঠামো দিয়ে।
আরও পড়ুন: লাউ খেতেই অরুচি, আবার লাউয়ের খোসা? লাউ খোসার উপকারিতা অবাক করা! জানুন, রইল সহজ রেসিপি
মণ্ডপে রয়েছে মেশিনে সুতোর কাজ, রাজস্থানী বুটিকের উপর কাচের কাজ। এছাড়াও রয়েছে আরও ১০ টি মডেল। পুজো মণ্ডপে ঢোকার মুখে থাকছে ফাইবারের তৈরি মস্ত বড় হাতি। আলোকসজ্জাও বেশ নতুনত্ব। পুজো কমিটির প্রবীণ সদস্য অনিন্দ মজুমদার জানান, এবার পুজোয় দর্শনার্থীদের আকর্ষণ করতেই রাজস্থানী ঘরানার কিছু রাজপ্রাসাদের অনুকরণে মণ্ডপসজ্জা করা হয়েছে। আলোকসজ্জাতেও রয়েছে নতুন ভাবনার ছোঁওয়া।
সুরজিৎ দে