সমতলের পাশাপাশি রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ দুয়ারে সরকার ক্যাম্পকে ঘিরে পাহাড়ের মানুষের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা সমস্ত কাউন্টারেই লম্বা লাইন। পাহাড়ে দুয়ারে সরকার ক্যাম্প যেন এক উৎসবে পরিণত হয়েছে। সারা রাজ্যের পাশাপাশি দার্জিলিং পৌরসভার অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে বিশেষ করে চা বাগান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় চলছে এই দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের মোট ৩৭টি প্রকল্পর সুবিধা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতেই এই উদ্যোগ যার মধ্যে রয়েছে লক্ষীর ভাণ্ডাক, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, বয়স্ক ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকদের জন্য সুবিধা-সহ আরও বহু প্রকল্প।
advertisement
ক্যাম্পে বিশেষভাবে সক্ষম বহু মহিলাকেও লক্ষীর ভাণ্ডার সুবিধা তুলে দেওয়া হয়। দার্জিলিং পৌর নিগমের চেয়ারম্যান দীপেন ঠাকুরী বলেন, “দার্জিলিং পৌর নিগমের মোট ৩২টি ওয়ার্ডেই এই দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং এই বছর প্রচুর মানুষ পরিষেবা নিতে ছুটে আসছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। বিশেষ করে লক্ষীর ভাণ্ডারকে নিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। ঘরের দুয়ারে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে খুশি পাহাড়বাসী।”
সমতলের পাশাপাশি পাহাড়ে জমজমাট দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে ছুটে আসছে সাধারণ মানুষ। পাহাড়ের এই দুয়ারে সরকার ক্যাম্প রীতিমত মেলায় পরিণত হয়েছে। কনকনে ঠান্ডায় দার্জিলিং পৌরসভার অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ মানুষের ভিড় জমে উঠেছে।
সুজয় ঘোষ