আগামী ১৩ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাট্যোৎসব।এদিন সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন মেয়র গৌতম দেব। বাণিজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ সংস্কৃতির শহর হিসেবেও পরিচিত। শহরের মানুষ নাটক দেখতে এখনও ভিড় জমান। তবে এ সংখ্যা অনেকটাই কমেছে।
advertisement
মেয়র গৌতম দেব জানান, উত্তরবঙ্গ সংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রতিবছরই পারবেন ব্যাপী এই নাট্যোৎসব আয়োজন করা হয়ে থাকে। আগামীতে আরও বড় করে আয়োজন করা হবে এই উৎসবের। নৈহাটি ব্রাত্যজন প্রযোজনা, মালদা থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজনা, রঙ্গকর্মী কলকাতা-সহ বেশকিছু নাট্যদল এবারও থাকছে। নাটক বা থিয়েটারের প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই এই উৎসবের আয়োজন করেছে বলে জানান তিনি।
নাট্যকর্মী সায়ন চক্রবর্তী বলেন, ” সময়ের সঙ্গে সঙ্গে অনেক ধরনের জিনিস এসেছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানুষ নাটকের প্রতি আগ্রহ হারাতে শুরু করেছে। তাই নাটককে বাঁচিয়ে রাখতে তথা আরও নানান শিল্প বাঁচিয়ে রাখতে আমরা সবসময় প্রচেষ্টা করে যাচ্ছি। ” প্রবীন শিল্পীদের কথায়, “নাট্য উৎসবের উদ্দেশ্য নাটকের দর্শক বাড়ানো। আজকের সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে নাটক বড় ভূমিকা পালন করতে পারে। এই সময়কালে নাটকের চর্চা বৃদ্ধি করা প্রয়োজন। সে জন্যেই মানুষকে নাটক দেখতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।” তিনি আরও বলেন উত্তরবঙ্গে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে এখানেও ভাল কাজ হয়। তবে সেই কাজগুলি দেখতে মানুষকে নাটক দেখতে হবে।”
অনির্বাণ রায়