একদিন বাদেই ছটপুজো। কালচিনির বাসরা নদীর ঘাটে ছটপুজোর আয়োজন করা হয় প্রতিবছর। সব থেকে বড় ছটঘাট নির্মাণ করা হয় এখানেই। অথচ হাতির তাণ্ডবের কারণে ছটপুজোর একদিন আগেও এবার ছটঘাট নির্মাণ করা সম্ভব হয়নি পুজো কমিটির পক্ষে। রাতে হাতির দল আসছে। দিনের বেলাতেও একটি বুনো হাতিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ছটঘাটে। ফলে আতঙ্ক বেড়েছে।
advertisement
আরও পড়ুন: শীতে ফুল ভর্তি ছাদ বাগানের শখ? এই নিয়মে মাটি তৈরি করলে স্বপ্ন সত্যি হবে
এই ছটঘাটে পুজোর জন্য হাজির হন প্রায় পাঁচ হাজার মানুষ। যেভাবে বুনো হাতি ঘাটের পাশে ঘুরে বেড়চ্ছে তাতে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। ছট পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বনকর্মীদের কাছে সব সময় টহলের অনুরোধ করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতি ঠিক থাকবে তার কোনও নিশ্চয়তা নেই।
এদিকে ছট পুণ্যার্থীদের নিয়ে চিন্তিত বন দফতরও। এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী বলেন, আমরা প্রস্তুত রয়েছি। একদল হাতি জঙ্গলে অবস্থান করছে। বনকর্মীরা টহল দেবে। কিন্তু তারপরেও যদি কোনও ঘটনা ঘটে যায় তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
অনন্যা দে