সম্প্রতি হায়দরাবাদ গাছিবাওলিতে সরকার আইটি হাব গড়ে তোলার লক্ষ্যে এক প্রাচীন জঙ্গল কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। যদিও সুপ্রিম কোর্ট আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছে, তবুও দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিরোধিতার ঝড়। সেই আন্দোলনের ঢেউ এসে পৌঁছেছে উত্তরবঙ্গের ডুয়ার্সেও। ডুয়ার্সের চা বাগান ঘেরা বনাঞ্চলে ঘুরতে আসা বহু পর্যটকের হাতে দেখা গেল প্রতিবাদী প্ল্যাকার্ড। তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন, এভাবে জঙ্গল কেটে আইটি হাব হলে ভবিষ্যৎ প্রজন্মকে শুধুই কংক্রিটের জঙ্গল দিতে হবে, প্রকৃতি নয়। পরিবেশপ্রেমীরাও এদিনের প্রতিবাদে পাশে দাঁড়িয়েছেন।
advertisement
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত পথকুকুর, বাঁচাতে মরিয়া একদল যুবক! কীভাবে করছেন সারমেয়কে সুস্থ?
তাঁদের কথায়, “জঙ্গল ধ্বংস মানেই শুধু গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি নয়, এর ফল হতে পারে ভূমিকম্প, বন্যা, খরা-সহ নানা প্রাকৃতিক বিপর্যয়। ২০১৮ সালেও এখানে গাছ কেটে ব্রিজ তৈরি হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি মত গাছ লাগান হয়নি। এখনও সেই অভাব কষ্ট দেয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডুয়ার্সের বুক থেকে ছড়িয়ে পড়া এই প্রতিবাদের ভাষা স্পষ্ট—প্রকৃতি নিয়ে ছেলেখেলা চলবে না। ভারতজুড়ে পরিবেশ রক্ষার দাবিতে মানুষ যে এককাট্টা, তারই প্রমাণ মিলল এই ক্ষণিকের প্রতিবাদে।
সুরজিৎ দে





