একেই জাকিয়ে শীত পড়েছে উত্তরে। তার ওপর বর্ষশেষের ছুটির আমেজ..বহুদিন পর সেই চেনা ছবি ফিরেছে জঙ্গলের পথে। হুটখোলা সাফারি গাড়িতে চেপে হাতে দূরবীন, চোখে উচ্ছ্বাস আর মনে প্রকৃতিকে ছুঁয়ে দেখার অদম্য টান নিয়ে জঙ্গলের পথে রওনা দিচ্ছেন পর্যটকদের দল।
আসন্ন বৃহস্পতিবার নতুন বর্ষের প্রথম দিন উপলক্ষে জঙ্গলের দরজা খোলা থাকায়, ২০২৫ সালকে বিদায় জানানোর আগে ঘন সবুজের মাঝে সময় কাটাতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন প্রকৃতিপ্রেমীরা। জলপাইগুড়ি জেলার গরুমারা জঙ্গল সংলগ্ন রামসাই, লাটাগুড়ি ও চাপড়াবাড়ি এলাকায় সকাল থেকেই চোখে পড়ে পর্যটকের উপচে পড়া ভিড়। জঙ্গলের আঁকাবাঁকা পথে একের পর এক সাফারি গাড়ি ছুটে চলেছে, আর পর্যটকদের চোখে শুধু একটাই অপেক্ষা—আজ যদি বন্যপ্রাণের দেখা মেলে! নিরিবিলি পরিবেশ, শীতের সকালের হালকা রোদ আর পাখির ডাক…সব মিলিয়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতেই এই ভিড় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
পর্যটকের আগমনে খুশির হাওয়া পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের মুখে। হাসি ফুটেছে সাফারি গাড়িচালক, হোটেল কর্মী ও স্থানীয় দোকানিদের মুখেও। অন্যদিকে, শহরের কোলাহল ছেড়ে আসা পর্যটকরাও আনন্দের সঙ্গে উপভোগ করছেন ডুয়ার্সের বন্যপ্রাণ ও প্রাকৃতিক সৌন্দর্য। সব মিলিয়ে বলা যায়, নতুন বর্ষের প্রাক্কালে ডুয়ার্স এখন পর্যটকে ভরপুর। দীর্ঘদিন পর আবার প্রাণ ফিরে পেয়েছে জঙ্গলঘেরা এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলি!





