গরুমারা ও জলদাপাড়ার মতো নামী বনাঞ্চলে প্রতিবছরই পর্যটকের ঢল নামে। এই বছর সেখানে ভ্রমণপিপাসুদের জন্য থাকছে বিশেষ চমক। বনদফতর জানিয়েছে, গরুমারা বনবিভাগের পাশে বিচাভাঙা বড় বনবস্তিতে উমার পুজোর বিশেষ আয়োজন থাকবে। ওই পুজোয় স্থানীয় মানুষজনের পাশাপাশি পর্যটকেরাও অঞ্জলি দিতে পারবেন, ভোগ-প্রসাদও পাবেন।
advertisement
শুধু তাই নয়, এই আয়োজনকে ঘিরে ডুয়ার্সের নিজস্ব সংস্কৃতির ছোঁয়াও পাবেন দর্শনার্থীরা। স্থানীয়দের পরিবেশনায় নাচ, গান, লোকসংস্কৃতির নানা রঙে ভরে উঠবে পুজো মণ্ডপ। একদিকে প্রকৃতির সৌন্দর্য, অন্যদিকে পুজোর আনন্দ, এই বিরল মেলবন্ধন ডুয়ার্স ভ্রমণকে দেবে এক নতুন মাত্রা। গরুমারা ডিভিশনের ডিএফও জানিয়েছেন, “পর্যটকদের জন্য আমরা চাইছি যেন পুজোর দিনগুলো শুধু ভ্রমণ নয়, উৎসবের আবহও উপভোগ করতে পারেন। সেই জন্যই অঞ্জলি আর ভোগের ব্যবস্থা রাখা হয়েছে।”
ডুয়ার্সে যাঁরা এবারে পুজোর ছুটি কাটাতে যাচ্ছেন, তাঁদের জন্য এ যেন বাড়তি আনন্দ।প্রকৃতির বুকে থেকে দেবী দর্শন, ভোগে অংশ নেওয়া, আবার স্থানীয় সংস্কৃতির স্বাদ নেওয়া— সব মিলিয়ে অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে পর্যটকদের জন্য।