রাস্তায় খাবারের খোঁজে যখন কুকুরগুলো দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে তখন কিছু সহৃদয় ব্যক্তি তাদের পেট ভরানোর জন্য এগিয়ে আসে ঠিকই, কিন্তু অনেক সময়ই এটি হয়ে ওঠে সমস্যার কারণ। পথ কুকুরদের খাবারের স্থান এবং সময় নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। এবার এই বিষয়ে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি হল রাজ্যের নগরোন্নয়ন দফতরের তরফে।
advertisement
আরও পড়ুন: চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজে পেলেন বাংলাদেশিরা, দলে দলে যাচ্ছেন সেই দেশে
প্রশাসনের তরফে পথ কুকুরদের সুরক্ষা এবং সুস্থতা বজায় রাখার প্রয়াস নেওয়ায় খুশি পরিবেশপ্রেমীরা। এই নতুন নির্দেশিকা অনুসারে, কুকুরদের খাবার দেওয়ার জন্য শহরের সমস্ত পুরসভা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করবে, এবং এই জায়গাগুলো এমন স্থান হতে হবে যেখানে শিশুদের খেলার ক্ষেত্র নেই। এটি কেবল কুকুরদের জন্য নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে— সকাল ৭টার আগে এবং সন্ধ্যে ৭টার পর, আর এই সময় মাত্র দুটি ঘণ্টা থাকবে। এমনকি যারা খাবার দেবেন, তাদের ওই জায়গাটি পরিষ্কার করে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার তরফে জানা গিয়েছে নির্দেশিকা লাগু করতে দ্রুত কর্মীদের নিয়ে বৈঠক করা হবে। সঠিক সময় বেঁধে দেওয়ার পাশাপাশি যারা এই খাবার দেবেন তাদের কোনও ভাবে বাধা দেওয়া যাবে না বা হেনস্থা করা যাবে না, এটাই নিশ্চিত করা হয়েছে।
অর্থাৎ, তাদের এই কাজের জন্য সামাজিক নিরাপত্তা থাকবে, যাতে তাদের সহযোগিতা করা যেতে পারে সহজেই। এবার থেকে রাস্তায় পথ কুকুরদের জন্য যেন এক নতুন জীবন শুরু হয়, সেজন্য এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের সুরক্ষা এবং সুস্থতা থাকবে, আর সেই সঙ্গে আমরাও একটি মানবিক দায়িত্ব পালন করব।