Train accident news: শিয়ালদহ আসার পথে এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা! হঠাৎ কামরা থেকে বেরোল ধোঁয়া, প্রবল আতঙ্কে যাত্রীরা

Last Updated:
Train accident news: শিয়ালদহ আসার পথে দুর্ঘটনার মুখোমুখি হল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে বিদুপুর এবং চক সিকান্দরের মাঝে ৪৪ নম্বর ক্রসিংয়ের কাছে।
1/5
শিয়ালদহ আসার পথে দুর্ঘটনার মুখোমুখি হল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে বিদুপুর এবং চক সিকান্দরের মাঝে ৪৪ নম্বর ক্রসিংয়ের কাছে। প্রতীকী ছবি।
শিয়ালদহ আসার পথে দুর্ঘটনার মুখোমুখি হল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে বিদুপুর এবং চক সিকান্দরের মাঝে ৪৪ নম্বর ক্রসিংয়ের কাছে। প্রতীকী ছবি।
advertisement
2/5
হঠাৎ ট্রেনের কিছু যাত্রী দুটি কোচে ধোঁয়া দেখতে পান। তারপরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার ভয়ে অনেকে সেই সময় চিৎকারও করতে শুরু করেন।
হঠাৎ ট্রেনের কিছু যাত্রী দুটি কোচে ধোঁয়া দেখতে পান। তারপরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার ভয়ে অনেকে সেই সময় চিৎকারও করতে শুরু করেন।
advertisement
3/5
ঘটনার পরে উপস্থিত যাত্রীরা আরপিএফে খবর দেন। আরপিএফ দুর্ঘটনার খবর পেয়ে রেলের মেকানিকাল টিমকে খবর দেয় সমস্যা সমাধানের জন্য।
ঘটনার পরে উপস্থিত যাত্রীরা আরপিএফে খবর দেন। আরপিএফ দুর্ঘটনার খবর পেয়ে রেলের মেকানিকাল টিমকে খবর দেয় সমস্যা সমাধানের জন্য।
advertisement
4/5
এই প্রসঙ্গে আরপিএফের ইন্সপেক্টর ইন-চার্জ সাকেত কুমার বলেন, শুক্রবার সন্ধেবেলায় হাজিপুর স্টেশন থেকে ছেড়ে বিদুপুরের দিকে যাচ্ছিল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। তখন ট্রেনে উপস্থিত আরপিএফ কর্মী শাহির আলি ট্রেনটির দুটি কোচে ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে বিদুপুরের ট্রেন ম্যানেজারকে খবর দেওয়া হয়। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে আরপিএফের ইন্সপেক্টর ইন-চার্জ সাকেত কুমার বলেন, শুক্রবার সন্ধেবেলায় হাজিপুর স্টেশন থেকে ছেড়ে বিদুপুরের দিকে যাচ্ছিল বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস। তখন ট্রেনে উপস্থিত আরপিএফ কর্মী শাহির আলি ট্রেনটির দুটি কোচে ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে বিদুপুরের ট্রেন ম্যানেজারকে খবর দেওয়া হয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
এই ঘটনার জেরে ১ ঘণ্টা সেখানে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রেক বাইন্ডিংয়ে সমস্যার জন্যই এই বিপত্তি বলে জানা গিয়েছে। বালিয়া এক্সপ্রেসে ত্রুটির জন্য বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রতীকী ছবি।
এই ঘটনার জেরে ১ ঘণ্টা সেখানে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রেক বাইন্ডিংয়ে সমস্যার জন্যই এই বিপত্তি বলে জানা গিয়েছে। বালিয়া এক্সপ্রেসে ত্রুটির জন্য বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement