TRENDING:

Dog Lover: পথকুকুরদের মায়ের আদরে আগলে রাখেন তানিয়া পঞ্চানন, চেনেন এই মেয়েকে?

Last Updated:

Dog Lover: পথকুকরদের খাওয়ানো থেকে শুরু করে চিকিৎসা-- সবটাই নিরলস ভাবে তানিয়া নিজের হাতে করে আসছেন দীর্ঘদিন ধরেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: পথকুকুরদের দু’বেলা দু-মুঠো খাওয়ানো থেকে শুরু করে চিকিৎসা সবটাই নিরলস ভাবে নিজের হাতে করে আসছে দীর্ঘদিন ধরেই। সকাল-বিকেল দু’বেলায় চলছে এই পথকুকুরদের খাওয়ানোর পাশাপাশি অসুস্থ কুকুরদের চলছে সেবা শুশ্রূষা। এর ফলে শহরের যে কোনও প্রান্তে পথকুকুররা বিপদে পড়লেই ছুটে আসেন তানিয়া পঞ্চানন।
advertisement

প্রসঙ্গত, বালুরঘাটের বদ্ধপরিকর এই লড়াকু নারী দিনের পর দিন সেবা করে চলেছেন পথকুকুরদের। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা তানিয়া পঞ্চানন রোদ, ঝড় ,জল উপেক্ষা করে পাত পেড়ে নিঃশব্দে করে যাচ্ছেন জীব সেবা। রাস্তার আনাচ-কানাচে ভরে রয়েছে পথ কুকুর।

আরও পড়ুন: মেট্রো রেলের বড় ঘোষণা, কালী পুজোয় বেশি রাত পর্যন্ত চলবে ট্রেন! সময়সূচি জানুন

advertisement

পথকুকুরের উপর এমন এক কঠিন ভালবাসা যে মুষলধারে বৃষ্টিও বাধা দিতে পারে না তাকে। সমগ্র বালুরঘাট শহরে রাস্তার কুকুরের কাছে এই সাইকেল এবং সাইকেল চালক তানিয়া পঞ্চানন একপ্রকার হয়ে উঠেছেন সাক্ষাৎ দেবী। শুধু খাওয়ানোই নয় কুকুরের অসুস্থতা পশু চিকিৎসকের কাছ থেকে শিখে নিয়েছেন ক্ষত সেলাই করা থেকে স্যালাইন দেওয়া-সহ চিকিৎসার নানা দিক।

advertisement

আরও পড়ুন: আমরা কেন আমড়া খাব জানেন? হাজারো মারণরোগের দাওয়াই এই অনাদরের ফল, জানুন

রাস্তায় কোনও কুকুরের অসুস্থ হয়ে পড়ে থাকার খবর পেলেই তিনি ছুটে যান। চিকিৎসা করেন। কোনও দিকে আর খেয়াল থাকে না তাঁর। এই কাজ শুরু করার প্রথম অবস্থায় স্বল্প পরিমাণে শুরু করলেও বর্তমান তা গোটা শহর জুড়েই এই কাজ করতে শুরু করেছে ইতিমধ্যেই।

advertisement

করোনা মহামারীতে অবলা এই জীবদের যেভাবে নিরলস প্রচেষ্টায় সহযোগিতা করে গেছেন তা যেন এক নতুন রূপ। তাঁর এই কাজে উদ্বুদ্ধ করার জন্য সমাজের বিভিন্ন স্তরে পুলিশ থেকে সমাজসেবী সংস্থার পক্ষ থেকে একাধিক পুরস্কারও পেয়েছেন তানিয়া পঞ্চানন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dog Lover: পথকুকুরদের মায়ের আদরে আগলে রাখেন তানিয়া পঞ্চানন, চেনেন এই মেয়েকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল