TRENDING:

বাইক নিয়ে পাহাড়ে যাবেন? শিলিগুড়িতে সস্তায় থাকার ঠিকানা রইল, খরচ বাঁচবে অনেকটা 

Last Updated:

Bikers spot in Siliguri: আপনি কি বাইকে সিকিম, দার্জিলিং, ভুটান নেপাল যেতে চাইছেন! তা হলে আপনার জন্য সেরা সস্তায় থাকার জায়গা হতে পারে বাঙ্ক ব্রেড। বাইকার কমিউনিটিদের প্রিয় জায়গা হয়ে উঠছে এই জায়গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : বাইক নিয়ে ঘুরতে যেতে অনেকেই ভালবাসেন। দীর্ঘ রাস্তা বাইক চালিয়ে ঘুরে বেড়ানো অনেক বাইকারের নেশা। এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে একাধিক জায়গা। সে সব জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর মধ্যে অনেক দুর্গম জায়গাও রয়েছে। কিন্তু সেই সব বাধাকে পিছনে ফেলেই বাইকপ্রেমীরা নিজেদের গাড়ি ছুটিয়ে যান সেখানে।
advertisement

বাইক চালানোর মাধ্যমে উপভোগ করেন ওই সব এলাকার সৌন্দর্য। তবে তাদের মূল সমস্যা হয় থাকার জায়গা। এমনিতেই বাইকে নিয়ে ঘুরে বেড়ানোটা অনেকটাই খরচ সাপেক্ষ।

বেশিরভাগ বাইকার পকেট ফ্রেন্ডলি থাকার জায়গা খুঁজে থাকেন সবসময়। আর তাঁদের কথা ভেবেই শিলিগুড়িতে দার্জিলিং মোড়ের কাছে সস্তায় দারুন ব্যবস্থা করেছে ‘ বাঙ্ক ব্রেড।’

আরও পড়ুন- সবার আগে বাবর! টি২০‍ আন্তর্জাতিকে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

advertisement

আপনি কি বাইকে সিকিম, দার্জিলিং, ভুটান নেপাল যেতে চাইছেন! তা হলে আপনার জন্য সেরা সস্তায় থাকার জায়গা হতে পারে বাঙ্ক ব্রেড। বাইকার কমিউনিটিদের প্রিয় জায়গা হয়ে উঠছে এই জায়গা।

এখানে যেমন থাকার জায়গার সুবিধা রয়েছে, তেমনই বাইক নিয়ে ট্যুর প্ল্যানও করতে পারবেন। এখানে বিশাল পার্কিং-এর জায়গাও রয়েছে। এছাড়াও ক্লক রুম রয়েছে। যেখানে বাইকার ট্রাভেলার নিজের ব্যাগ রেখে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। আর সমস্তটাই সামান্য খরচে।

advertisement

বাঙ্ক ব্রেডের কর্নধার সুশান্ত বলেছেন, ‘বাইকার কমিউনিটিদের জন্য এটা সেরা জায়গা হতে পারে। আমাদের দুটো প্রাইভেট রুম এবং বাংকার বেডের রুম রয়েছে। খুবই সামান্য খরচ। এখানে সকলেই থেকে যেতে পারেন। এছাড়া ও স্কুটি রেন্টাল এবং ট্যুর প্ল্যানও আমরা করে থাকি।’

আরও পড়ুন- চেন্নাইয়ের সঙ্গে ডু অর ডাই ম্যাচে RCB-কে কত রানে জিততে হবে? প্লে অফে ওঠার সমীকরণ

advertisement

গোয়া থেকে ঘুরতে আসা একজন ট্রাভেলার বলেছেন, “আমি তিন বার ঘুরতে এসে এখানেই থেকেছি। খুবই কম টাকায় সুন্দর থাকার জায়গা এটি। এখানে বাইকার কমিউনিটি তথা ট্রাভেলারদের সকলেই আসেন তাদের সঙ্গেই গল্প গুজব করে বেশ কেটে যায়। ‘

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাইক নিয়ে পাহাড়ে যাবেন? শিলিগুড়িতে সস্তায় থাকার ঠিকানা রইল, খরচ বাঁচবে অনেকটা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল