Virat Kohli-Babar Azam: সবার আগে বাবর! টি২০‍ আন্তর্জাতিকে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

Last Updated:

Virat Kohli-Babar Azam: ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সেখানের বিরাট কোহলির একটি নজির টপকে গেলেন পাক অধিনায়ক।

বাবর আজম-বিরাট কোহলি।
বাবর আজম-বিরাট কোহলি।
ডাবলিন: বিরাটের কৃতিত্বে থাবা বাবরের। বিরাটের নজির ভেঙে টি২০ আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি অর্ধ শতরানের মালিক হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সেখানের বিরাট কোহলির একটি নজির টপকে গেলেন পাক অধিনায়ক। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। পরে ব্যাট করতে নেমে ১৭ ওভারে প্রয়োজনীয় রান তুলে দেয় পাকিস্তানের। পাকিস্তানের হয়ে এ দিন সর্বোচ্চ রান করেন বাবর আজম। ৪২টি বল খেলে ৬টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ৭৫ রান করেন বাবর।
advertisement
আয়ারল্যান্ডে বিরুদ্ধে ৭৫ রানের সৌজন্যে টি২০ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ অর্ধ শতরানের নজির গড়লেন বাবর আজম। এই ম্যাচে তিনি কেরিয়ারে ৩৯তম অর্ধ শতরান করেন। এর আগে সবচেয়ে বেশি অর্ধ শতরানের নজির ছিল বিরাট কোহলির, তিনি মোট ৩৮টি অর্ধ শতরান করেছেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, যিনি এখনও পর্যন্ত কেরিয়ারে মোট ৩৪টি অর্ধ শতরান করেছেন। শুধু তাই নয়, বাবর এ দিন প্রথম পাকিস্তানি হিসাবে একটি ওভারে ২৫ রান করেন।
advertisement
advertisement
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচ জয়ের ফলে পাকিস্তান ২-১ ব্যাবধানের সিরিজ জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এর পরে পাকিস্তান বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজ খেলবে। তার পরে ৬ জুলাই আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু বাবরদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli-Babar Azam: সবার আগে বাবর! টি২০‍ আন্তর্জাতিকে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement