আরও পড়ুনঃ শোওয়ার ঘরের ভেতর ওটা কী পড়ে আছে! ছেলের অবস্থা দেখে চিৎকার মায়ের
বসন্তের মাঝেই দাবানলের আশঙ্কা ডুয়ার্সের জঙ্গলে। পর্যটকদের কাছে উত্তরের অন্যতম আকর্ষন গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গল এবং জীববৈচিত্র। এই মুহুর্তে বসন্তের আমেজ জঙ্গল জুড়ে। হিমেল হাওয়ায় ঝরে পরা শুকনো পাতায় ভরা জঙ্গলের জমি, আর এতেই আতঙ্কিত ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশ প্রেমীরা। সম্প্রতি গরু মারা জাতীয় উদ্যানের টিয়া বনে ছড়িয়ে পড়েছিল দাবানলের আগুন। যদিও দমকল এবং চালসার পরিবেশ প্রেমীদের তৎপরতায় সেই আগুন ছড়িয়ে পরতে পারেনি জঙ্গল জুড়ে। এই টিয়া বন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একটি জায়গা।
advertisement
জানা গিয়েছে, সম্প্রতি টিয়া বনের প্রায় তিন থেকে চার বিঘে জমির জঙ্গল পুড়ে যায়। দমকল, স্থানীয় বাসিন্দা এবং পরিবেশ কর্মীদের তৎপরতায় দ্রুত সেই দাবানল নিয়ন্ত্রণে আসে। তবে, এই ধরনের দাবানল থেকে শুধু জঙ্গলের গাছ নয় ক্ষতিগ্রস্থ হয় তা নয় প্রভাব পড়ে জঙ্গলের পুরো জীববৈচিত্রের ওপর। প্রাকৃতিক কারণ ছাড়াও জঙ্গলের ভেতরে এসে সিগারেট-বিড়ি ধরালে সেই আগুনের ফুলকি থেকে অথবা জ্বলন্ত দেশলাই কাঠি মাটিতে ফেললে শুকনো পাতায় নিমিষেই আগুন ধরে যায়।
যার জেরে দাবানল ছড়িয়ে পড়ে জঙ্গল জুড়ে। বিপদসংকুল অবস্থায় থাকে বন্য প্রাণীরা। এই বিষয়ে বনদফতরের পক্ষ থেকে লাগাতার সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। এর পাশাপাশি বন দফতরের পক্ষ থেকে আরও বেশি করে এ ব্যপারে পরিবেশ কর্মী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সচেতনতা মূলক প্রচার বৃদ্ধি করা প্রয়োজন বলেই মনে করছেন পরিবেশ প্রেমীদের একাংশ।
সুরজিৎ দে