TRENDING:

Dialysis Treatment in Alipurduar: ১০ শয‍্যার ডাইলিসিস ইউনিট আলিপুরদুয়ারে! আর কি কি সুবিধা পাবেন রোগীরা?

Last Updated:

Dialysis Treatment in Alipurduar: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ১০ শয‍্যার অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিট চালু হতেই স্বস্তির নিশ্বাস ফেললেন রোগীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ১০ শয‍্যার অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিট চালু হতেই স্বস্তির নিশ্বাস ফেললেন রোগীরা। এটি মূলত মুমূর্ষু রোগীদের ডায়ালাইসিস করার জন্য তৈরি করা হয়েছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা নিয়ে কিছু সমস্যা ছিল। এবারে সেই সমস্যার সমাধান হল।
advertisement

এর আগে পাঁচটি মেশিন ছিল ডায়ালাইসিস ইউনিটে। তার মধ্যে তিনটি খারাপ ছিল। এই কারণে রোগীদের বাইরে গিয়ে ডায়ালাইসিস করাতে হচ্ছিল। কিন্তু এখন নতুন ইউনিট চালু হওয়ায় এই সমস্যার সমাধান হয়েছে। নতুন ডায়ালাইসিস ইউনিটটি আলিপুরদুয়ার জেলার রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে সাহায্য করবে এবং রোগীদের কষ্ট কমাবে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: জোটে না বাস, ট্রাকে ঠাসাঠাসি করে স্কুল…! পড়াশুনার কঠিন লড়াইয়ে এইসব পড়ুয়ারা

প্রায় চার মাস থেকে আলিপুরদুয়ার জেলা হাসপতালের একাধিক ডায়ালাইসিস মেশিন বিকল হয়েছিল। তাতেই সমস্যায় পড়েছিলেন রোগীরা এবং তাঁদের পরিজনরা। মাত্র দুটি মেশিন দিয়ে চলছিল জেলা হাসপতালের ডায়ালাইসিস পরিষেবা।ডায়ালাইসিস পরিষেবা না পেয়ে মৃত্যু পর্যন্ত হচ্ছিল রোগীদের। হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মন্ডল জানান, “পাঁচটি মেশিন দিয়ে এর আগে ৭০ জন রোগীর ডায়লাইসিস হত। বর্তমানে ১০টি মেশিন রয়েছে দ্বিগুণ সংখ্যক রোগীদের পরিষেবা দেওয়া যাবে বলে আমরা মনে করছি। জেলা হাসপাতালের একের পর এক সাফল্যে আমরা সকলেই গর্বিত।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ইউনিটে সবকিছু নতুন রাখা হয়েছে। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে জলের ট্যাঙ্ক সবকিছু নতুন ব্যবস্থা। আলিপুরদুয়ার ও পার্শ্ববর্তী জেলা কোচবিহারের রোগীরা এই পরিষেবা পাবেন বলে জানিয়েছে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dialysis Treatment in Alipurduar: ১০ শয‍্যার ডাইলিসিস ইউনিট আলিপুরদুয়ারে! আর কি কি সুবিধা পাবেন রোগীরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল