Alipurduar News: জোটে না বাস, ট্রাকে ঠাসাঠাসি করে স্কুল...! পড়াশুনার কঠিন লড়াইয়ে এইসব পড়ুয়ারা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Alipurduar News: স্কুল বাস নেই, ট্রাকে করে স্কুল যেতে হয় চা শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের। এমন পরিস্থিতির মাধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা
আলিপুরদুয়ার: বৃষ্টি পড়লেও ভ্যাপসা গরম রয়েছে কালচিনি ব্লকে। এই গরমে সব চাইতে বেশি সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা। বিশেষ করে কালচিনির আটিয়াবাড়ি চা বাগানে দেখা গিয়েছে এই সমস্যা। স্কুল বাস নেই, ট্রাকে করে স্কুল যেতে হয় চা শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের কয়েকশো পড়ুয়াকে ট্রাকে ঠাসাঠাসি করে কালচিনির বিভিন্ন স্কুলে যেতে হয়। একই ভাবে ট্রাকে ঠাসাঠাসি করে স্কুলে যাওয়ার পথে লাগাতার অসুস্থ হচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই ঘটনার পরই এবার স্কুল বাসের দাবিতে সরব হয়েছেন পড়ুয়াদের থেকে শুরু করে অভিভাবকরাও।
advertisement
advertisement
ছাত্র-ছাত্রীদের কথায়, প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন ছাত্র-ছাত্রী ওই ট্রাকে দাঁড়িয়ে ঠাসাঠাসি করে স্কুলে যায়। আর এ কারণে এবং তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অভিভাবক ও পড়ুয়াদের অভিযোগ, এ নিয়ে বাগান কর্তৃপক্ষকে একাধিকবার বাসের দাবি জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। যার ফলস্বরূপ এরূপ ভোগান্তির শিকার হতে হচ্ছে পড়ুয়াদের। অপরদিকে, বাগান কর্তৃপক্ষের তরফে শীঘ্র এই সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বাগানের শ্রমিক সংগঠনের সদস্যদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক নেতা মমজাদ আনসারী বলেন, “আমাদের তরফেও একাধিকবার বাগান কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি এবং বাসের দাবি রেখেছি। তবে তারা এখনও এ নিয়ে কোন উদ্যোগ নেয়নি।” যদিও, পড়ুয়াদের বাসের দাবি নিয়ে মুখ খুলতে নারাজ আটিয়াবাড়ি চা বাগানের কর্তারা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2025 5:00 PM IST






