TRENDING:

New Rail Bridge : উত্তরবঙ্গে খুব শীঘ্রই নতুন রেল ব্রিজ, মিলেছে সবুজ সংকেত! বড় পরিবর্তন আসছে জলপাইগুড়ি রোড স্টেশনেও

Last Updated:

New Rail Bridge : বন্যায় ক্ষতিগ্রস্ত ধূপগুড়ির গধেয়ারকুঠির কাছে এবার নতুন করে রেলসেতু নির্মিত হতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: এখানেই হবে রেলের নতুন সেতু! যোগাযোগ হবে সহজ আর স্বস্তির। বন্যায় ক্ষতিগ্রস্ত কালভার্ট এর জায়গায় রেলসেতু হবে নতুন করে। আর এতেই স্বস্তির হাসি রেল যাত্রীদের মুখে। বন্যায় ক্ষতিগ্রস্ত ধূপগুড়ির গধেয়ারকুঠির কাছে এবার নতুন করে রেলসেতু নির্মিত হতে চলেছে।
advertisement

সম্প্রতি সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখতে ধূপগুড়ি পৌঁছন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং। পরে তিনি বিশেষ ট্রেনে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। ডি.আর.এম জানান, গধেয়ারকুঠির কাছে নতুন রেলসেতু নির্মাণের অনুমোদন ইতিমধ্যেই মিলে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।

আরও পড়ুন : হাতির দল পেরিয়ে যায় ৬০ নম্বর জাতীয় সড়ক, বনভূমি ঘেরা এই রাস্তা এখন প্রাকৃতিক সৌন্দর্যের নতুন গন্তব্য

advertisement

স্থানীয় মানুষদের নিরাপত্তা এবং চলাচলের স্বাভাবিকতা ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে, জলপাইগুড়ি রোড স্টেশনেও বড় পরিবর্তন আসছে। অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনটিকে আধুনিক রূপ দিতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আগামী বছর মার্চ মাসের মধ্যেই প্রকল্পের রূপায়ন সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নতুন প্ল্যাটফর্ম শেড, উন্নত ওয়েটিং হল, উন্নত আলো ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কাজ জোরকদমে চলছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গে খুব শীঘ্রই হবে নতুন রেল ব্রিজ, বড় পরিবর্তন জলপাইগুড়ি রোড স্টেশনেও
আরও দেখুন

তবে আপাতত জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন কোনও ট্রেন চালুর পরিকল্পনা নেই বলে জানান ডিআরএম। তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য অমৃত ভারত প্রকল্পের কাজ সম্পূর্ণ করা। পিট লাইনের কাজ পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু তা পরে শুরু হবে। উল্লেখ্য, বন্যার ক্ষতিতে বিপর্যস্ত ধূপগুড়ির মানুষদের জন্য রেল সেতুর এই আশ্বাস অনেকটাই স্বস্তির। অন্যদিকে, আধুনিক স্টেশনের স্বপ্নে অপেক্ষায় রয়েছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
New Rail Bridge : উত্তরবঙ্গে খুব শীঘ্রই নতুন রেল ব্রিজ, মিলেছে সবুজ সংকেত! বড় পরিবর্তন আসছে জলপাইগুড়ি রোড স্টেশনেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল