আরও পড়ুন: ৯:৪৫ থেকে মাধ্যমিক শুরু হওয়ায় বিপাকে সুন্দরবনের পরীক্ষার্থীরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাগান কর্তৃপক্ষ বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যায়। বিষয়টি আগাম টের পাওয়া যায়নি। কিন্তু এই কথা জানাজানি হতেই মাথায় হাত শ্রমিকদের। মঙ্গলবার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন কারখানার গেটে তালা ঝুলছে। এর আগেও দীর্ঘদিন বন্ধ ছিল জলপাইগুড়ির এই চা বাগানটি। গত বছর ২০ জুন এটি নতুন করে খোলা হয়েছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
চা বাগান বন্ধ হয়ে যাওয়ার পর শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঠিক মত বেতন পাচ্ছেন না। গতকাল বাগানের কর্তৃপক্ষের কাছে তাঁদের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছিলেন শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ এই বিষয়ে আশ্বাসও দিয়েছিল। বলা হয়েছিল বিকেলের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু তার আগেই চা বাগান বন্ধ করে চলে গেল বাগানের মালিকপক্ষ। বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ল এক হাজারেরও বেশি শ্রমিক।
সুরজিৎ দে