বেআইনিভাবে হরিণ হত্যা করে তার মাংস দিয়ে পার্টি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা পুর্বচকচকা এলাকায়। জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের রেঞ্জার প্রভাত কুমার বর্মনের নেতৃত্বে বারবিশা পূর্ব চকচকা এলাকার একটি বাড়ির রান্নাঘরে অভিযান চালন বনকর্মীরা। ওই বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হয় রান্নাকরা হরিণের মাংস।
advertisement
আরও পড়ুন: বিদ্যুৎ বিলের খরচ কমাতে বসল সোলার প্যানেল, নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
এই ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিক মদন বর্মন সহ প্রেমসাগর রাজভর নামে আরও এক ব্যক্তিকে। ধৃতরা জেরায় দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তারপরই ওই দু’জনকে গ্রেফতার করে বনবিভাগ। উদ্ধার করা হয় রান্না করা হরিণের মাংস। এই ঘটনার সাথে আরও কারা যুক্ত আছে তার খোঁজ চালাচ্ছে বন দফতর।
অনন্যা দে