TRENDING:

Alipurduar News: বিরকিটি নদীতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ

Last Updated:

বিরকিটি নদীতে গত দু'দিন ধরে মরা মাছ ভেসে উঠতে দেখা যাচ্ছে। এই ঘটনায় চিন্তিত ফালাকাটার জটেশ্বরবাসীরা। সবচেয়ে দুশ্চিন্তার কারণ হল, এখানকার বাসিন্দারা এখন‌ও এই নদীর জল পান করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বিরকিটি নদীতে ভেসে উঠছে মরা মাছ। স্নানের জন্য যারা নদীতে নেমেছিলেন তারা এই দৃশ‍্য দেখে তড়িঘড়ি ডাঙায় উঠে আসেন। জটেশ্বরবাসীদের অভিযোগ, বিরকিটি নদীর জল বিষাক্ত হয়ে গেছে, তাই নদীর সব মাছ মরে যাচ্ছে।
advertisement

আরও পড়ুন: গাছের ডাল কাটতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, ঘণ্টার পর ঘণ্টা ঝুলল যুবকের দেহ!

বিরকিটি নদীতে গত দু’দিন ধরে মরা মাছ ভেসে উঠতে দেখা যাচ্ছে। এই ঘটনায় চিন্তিত ফালাকাটার জটেশ্বরবাসীরা। সবচেয়ে দুশ্চিন্তার কারণ হল, এখানকার বাসিন্দারা এখন‌ও এই নদীর জল পান করেন। সেই বিরকিটি নদীতে হাজারে হাজারে মরা মাছ ভাসতে দেখে আতঙ্কে ভুগতে শুরু করেছে এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই নদীতে মাছ ধরতে আসেন কিছু মানুষ। তবে মরা মাছ নিতে দেননি স্থানীয়রা। তাঁদের অনুমান, বিষক্রিয়ার ফলেই মাছ মরে ভেসে উঠছে। খবর পৌঁছে যায় ফালাকাটা ব্লক প্রশাসনের কাছে। তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন বিডিও অনিক রায়। জটেশ্বরে ফাঁড়ির পুলিশ কর্তারাও হাজির হন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রশাসনের তরফে ভেসে উঠা মরা মাছ খেতে নিষেধ করা হয়েছে। বিডিও অনিক রায় বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় যাই। গিয়ে দেখি নদীতে মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়দের সেই মাছ খেতে বারণ করা হয়েছে। পাশাপাশি মৃত মাছ এবং নদীর জল সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করে দেখা হবে। এদিকে মরা মাছ ও নদীর জল গবেষণাগারে পরীক্ষার জন‍্য পাঠানো হয়েছে। পরীক্ষার পর জানা যাবে মরা মাছ ভেসে ওঠার প্রকৃত কারণ কী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বিরকিটি নদীতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল