Uttar Dinajpur News: গাছের ডাল কাটতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, ঘণ্টার পর ঘণ্টা ঝুলল যুবকের দেহ!

Last Updated:

দিলদার মহম্মদ গাছের ডাল কাটতে গাছের উপরে উঠেছিলেন। তখনই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন তিনি

গাছ 
গাছ 
উত্তর দিনাজপুর: গাছের ডাল কাটতে গিয়ে অসতর্ক হয়ে পড়ায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি চোপড়ার মুকদুমি এলাকার। মৃত যুবকের নাম দিলদার মহম্মদ (২৮)।
বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের সামান্য উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। গ্রামবাসীরা কয়েক মাস আগেই সেই বিদ্যুতের তার সরানোর জন্য চোপড়ার বিদ্যুৎ দফতরের কাছে আর্জি জানিয়ে ছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সোমবার দিলদার মহম্মদ গাছের ডাল কাটতে গাছের উপরে উঠেছিলেন। তখনই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে টেনে নেয় তার। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা গাছ থেকে ঝুলতে থাকে ওই যুবকের দেহ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
গ্রামবাসীদের থেকে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। এরপর ইসলামপুর থেকে দমকলকর্মীরা এসে ওই যুবকের দেহ উপর থেকে নামিয়ে আনে। ততক্ষণে মৃত্যু হয়েছে তার। এরপর নিয়মমাফিক তার দেহ ময়নাতন্ত্রের জন্য নিয়ে যাওয়া হয়।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: গাছের ডাল কাটতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, ঘণ্টার পর ঘণ্টা ঝুলল যুবকের দেহ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement