Murshidabad Folk Culture: পরিযায়ী শ্রমিক নয়, প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রেখে সংসার চলছে ওঁদের

Last Updated:

সোনি নেটওয়ার্কে অনুষ্ঠিত 'এন্টারটেনমেন্ট কে লিয়ে কুচ ভি করোগে' প্রতিযোগিতায় মুর্শিদাবাদের এই রায়বেঁশে শিল্পীরা জয়ী হয়েছেন

+
পরিবেশন

পরিবেশন করা হচ্ছে রায়বেঁশে নৃত্য 

মুর্শিদাবাদ: বাংলার যে জেলা থেকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যায় তার নাম মুর্শিদাবাদ। কিন্তু সেই জেলাতেই দেখা গেল এক অন্য ছবি। গোকর্ণের যুবকেরা হারিয়ে যেতে বসা রায়বেঁশে লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে চলেছেন। এভাবেই তাঁদের জীবিকা নির্বাহ হয়। সম্প্রতি এখানকার ১২ জন সদস্য গিয়েছিলেন সোনি নেট‌ওয়ার্কে, সেখানে দেশবাসীর সামনে রায়বেঁশে শিল্প তুলে ধরেন।
সোনি নেটওয়ার্কে অনুষ্ঠিত ‘এন্টারটেনমেন্ট কে লিয়ে কুচ ভি করোগে’ প্রতিযোগিতায় মুর্শিদাবাদের এই রায়বেঁশে শিল্পীরা জয়ী হয়েছেন। অবশ্য বাংলার এই পুরনো লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তাঁরা ভিন জেলা, এমনকি ভিন রাজ্যে এর আগেও নিজেদের শিল্প প্রদর্শন করেছেন।
advertisement
advertisement
রায়বেঁশে-তে মূলত ব্যালেন্স হল সব থেকে বড় বিষয়। পাশাপাশি জিমন্যাস্টিক সহকারে বাঁশের ওপর এই শিল্পের প্রদর্শনী তুলে ধরা হয়। গোকর্ণের এই যুবকেরা প্রতিটি রায়বেঁশে শো পিছু ৩০ হাজার টাকা করে সাম্মানিক নিয়ে থাকেন। এ প্রসঙ্গে ওই শিল্পীরা বলেন ‘খাপছাড়া’ কাব্য গ্রন্থে রায়বেঁশে নাচ-এর প্রসঙ্গ উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথ। রায়বেঁশে বা রায়বেশে নাচে মুগ্ধ হয়েছিলেন কবি। তিনি বলেছিলেন, “এ রকম পুরুষোচিত নাচ দুর্লভ। আমাদের দেশের চিত্তদৌৰ্ব্বল্য দূর করতে পারবে এই নৃত্য।” বাস্তবিক এই নৃত্য দেখলে এটাকে নটরাজ শিবের রণতাণ্ডব নৃত্যের অবিকল প্রতিরূপ বলে মনে হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
‘রায়’ কথাটির অর্থ বড় বা সম্ভ্রান্ত। ‘বেঁশে’-এর অর্থ বাঁশ ব্যবহারকারী বা বাঁশ থেকে তৈরি। বাঁশের তৈরি শক্ত লাঠি নিয়ে ভয়ঙ্কর রোমহর্ষক নাচ হল রায়বেঁশে। ডোম এবং অন্ত্যজ শ্রেণির মানুষরাই মূলত এই সংস্কৃতির প্রধান ধারক। তাঁদের শারীরিক সক্ষমতায় মুগ্ধ হয়ে ভূস্বামীরা সেকালে স্বীকৃতি দিতেন। মূলত মুর্শিদাবাদ জেলার বড়ঞা ও খড়গ্রামে প্রথম উৎপত্তি হয় রায়বেঁশে’র। এই প্রাচীন লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখতে বর্তমানে গোকর্ণে জেলা রায়বেঁশে অ্যাকাডেমি চালু হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Folk Culture: পরিযায়ী শ্রমিক নয়, প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রেখে সংসার চলছে ওঁদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement