এই বছরও স্কুল থেকে প্রচুর ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করতে দিল্লিতে গিয়েছিল। যেখানে বিভিন্ন রাজ্যের ডি.এ.ভি স্কুল থেকে অংশগ্রহণ করে। যাদের মধ্যে বালুরঘাটের ডি.এ.ভির ১১ জন ছাত্র-ছাত্রী পুরস্কৃত হয়েছে। বিষয়টি জানাজানি হতেই খুশির আবহ স্কুলে।
advertisement
স্কুলের অধ্যক্ষ সন্দীপ সরকার জানান, “বেসরকারি ইংলিশ মিডিয়ামের এই স্কুলের ছাত্র-ছাত্রীরা শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও সমান পারদর্শী। এমনকি এই সমস্ত ছাত্র ছাত্রীদের দেখে স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রীরাও যাতে এই সমস্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারে তার জন্য স্কুল কর্তৃপক্ষ যথাযভাবে সাহায্য করবে। তবে শুধু ছাত্ররাই নয়, ছাত্রীরাও সমানভাবে এগিয়ে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়।”
জানা গেছে, জাতীয় স্তরের এই প্রতিযোগিতার মধ্যে সাঁতার প্রতিযোগিতায় স্কুলের হাতে এসেছে আট টি পুরস্কার। সোহন রাহা, পূর্বায়ন ঘোষ এবং পূর্বাচল ঘোষ আন্ডার নাইন সাঁতার প্রতিযোগিতায় একাধিক পুরস্কার জিতেছে। সাঁতার, দাবা, তাইকোন্ডো-সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা পদক পেয়েছে। এদিন স্কুলের খেলার মাঠেই বিশেষ অ্যাসেম্বলি করে এই সমস্ত বিজয়ী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ।
সুস্মিতা গোস্বামী