TRENDING:

South Dinajpur News: পড়াশুনার পাশাপাশি জাতীয় স্তরে ১১ টি পদক বালুরঘাটের এই স্কুলের

Last Updated:

শুধুমাত্র পড়াশুনাই নয়, পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলাতে আগ্রহ জাগিয়ে তুলতে বালুরঘাটের ডি.এ.ভি স্কুল বিশেষ উদ্যোগ গ্রহণ করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: শুধুমাত্র পড়াশুনাই নয়, পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলাতে আগ্রহ জাগিয়ে তুলতে বালুরঘাটের ডি.এ.ভি স্কুল বিশেষ উদ্যোগ গ্রহণ করল। উত্তরবঙ্গের একমাত্র ডি.এ.ভি গ্রুপের স্কুল বালুরঘাটের আত্রেয়ী ডি.এ.ভি। প্রতিবছর এই স্কুল থেকে প্রচুর ছাত্র ছাত্রী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জাতীয় স্তরে খেলতে যায়।
advertisement

এই বছরও স্কুল থেকে প্রচুর ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করতে দিল্লিতে গিয়েছিল। যেখানে বিভিন্ন রাজ্যের ডি.এ.ভি স্কুল থেকে অংশগ্রহণ করে। যাদের মধ্যে বালুরঘাটের ডি.এ.ভির ১১ জন ছাত্র-ছাত্রী পুরস্কৃত হয়েছে। বিষয়টি জানাজানি হতেই খুশির আবহ স্কুলে।

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

advertisement

স্কুলের অধ্যক্ষ সন্দীপ সরকার জানান, “বেসরকারি ইংলিশ মিডিয়ামের এই স্কুলের ছাত্র-ছাত্রীরা শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও সমান পারদর্শী। এমনকি এই সমস্ত ছাত্র ছাত্রীদের দেখে স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রীরাও যাতে এই সমস্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারে তার জন্য স্কুল কর্তৃপক্ষ যথাযভাবে সাহায্য করবে। তবে শুধু ছাত্ররাই নয়, ছাত্রীরাও সমানভাবে এগিয়ে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়।”

advertisement

View More

আরও পড়ুন: এক কাপ চা কেড়ে নিল ৩ প্রাণ! ঠাকুমা, বৌমা, নাতি…তিন প্রজন্ম শেষ, অসুস্থ আরও ৩, কী ছিল চায়ে? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য

জানা গেছে, জাতীয় স্তরের এই প্রতিযোগিতার মধ্যে সাঁতার প্রতিযোগিতায় স্কুলের হাতে এসেছে আট টি পুরস্কার। সোহন রাহা, পূর্বায়ন ঘোষ এবং পূর্বাচল ঘোষ আন্ডার নাইন সাঁতার প্রতিযোগিতায় একাধিক পুরস্কার জিতেছে। সাঁতার, দাবা, তাইকোন্ডো-সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা পদক পেয়েছে। এদিন স্কুলের খেলার মাঠেই বিশেষ অ‍্যাসেম্বলি করে এই সমস্ত বিজয়ী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: পড়াশুনার পাশাপাশি জাতীয় স্তরে ১১ টি পদক বালুরঘাটের এই স্কুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল