Tea: এক কাপ চা কেড়ে নিল ৩ প্রাণ! ঠাকুমা, বৌমা, নাতি...তিন প্রজন্ম শেষ, অসুস্থ আরও ৩, কী ছিল চায়ে? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য

Last Updated:
Food Poisoning: প্রায় প্রতিটি পরিবারেরই সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে। কিন্তু সেই চা-ই কেড়ে নিল গোটা পরিবারের তিন জনের প্রাণ!
1/6
প্রায় প্রতিটি পরিবারেরই সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে। কিন্তু সেই চা-ই কেড়ে নিল গোটা পরিবারের প্রাণ! বিষাক্ত চা পান করে মৃত‍্যুর কোলে ঢলে পড়লেন একই পরিবারের তিনজন ব‍্যক্তি। অসুস্থ আরও তিন।
প্রায় প্রতিটি পরিবারেরই সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে। কিন্তু সেই চা-ই কেড়ে নিল গোটা পরিবারের প্রাণ! বিষাক্ত চা পান করে মৃত‍্যুর কোলে ঢলে পড়লেন একই পরিবারের তিনজন ব‍্যক্তি। অসুস্থ আরও তিন।
advertisement
2/6
রাজস্থানের আদিবাসী অধ্যুষিত জেলা বাঁশওয়াড়ার ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। রবিবার বিকেলে বিষাক্ত চা পান করে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের ছয়জন।
রাজস্থানের আদিবাসী অধ্যুষিত জেলা বাঁশওয়াড়ার ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। রবিবার বিকেলে বিষাক্ত চা পান করে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের ছয়জন।
advertisement
3/6
সূত্রের খবর অনুযায়ী, বিষাক্ত চা পান করার পর বমি, ডায়ারিয়ার সমস‍্যা শুরু হয় পরিবারের ছয়জনের। এদের মধ‍্যে বাড়ির বৃদ্ধা মহিলা, তাঁর পুত্রবধু এবং নাতির মৃত‍্যু হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বিষাক্ত চা পান করার পর বমি, ডায়ারিয়ার সমস‍্যা শুরু হয় পরিবারের ছয়জনের। এদের মধ‍্যে বাড়ির বৃদ্ধা মহিলা, তাঁর পুত্রবধু এবং নাতির মৃত‍্যু হয়েছে।
advertisement
4/6
সোমবার সকালে মৃত‍্যু হয়েছে পরিবারের তিন প্রজন্মের। ওই পরিবারের বাকি তিন সদস‍্যও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন। একজন উদয়পুরে এবং দুইজনের বাঁশোয়ারায় চিকিৎসা চলছে।
সোমবার সকালে মৃত‍্যু হয়েছে পরিবারের তিন প্রজন্মের। ওই পরিবারের বাকি তিন সদস‍্যও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন। একজন উদয়পুরে এবং দুইজনের বাঁশোয়ারায় চিকিৎসা চলছে।
advertisement
5/6
কিন্তু কীভাবে চা হয়ে উঠল এমন সাংঘাতিক বিষ? পুলিশ সূত্রে খবর, চা পাতার বদলে চা করতে গিয়ে কোনও বিষাক্ত ওষুধ মেশানো হয়।
কিন্তু কীভাবে চা হয়ে উঠল এমন সাংঘাতিক বিষ? পুলিশ সূত্রে খবর, চা পাতার বদলে চা করতে গিয়ে কোনও বিষাক্ত ওষুধ মেশানো হয়।
advertisement
6/6
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসা তথ‍্য অনুযায়ী, ওষুধটি কী ছিল তা এখনও জানা যায়নি। কিন্তু ওই ওষুধটি দেখতে চা পাতার মতোই ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসা তথ‍্য অনুযায়ী, ওষুধটি কী ছিল তা এখনও জানা যায়নি। কিন্তু ওই ওষুধটি দেখতে চা পাতার মতোই ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
advertisement