স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির জন্মের পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। অভিযোগ, বাবা রাহুল মাহাতো কন্যা সন্তানের জন্ম মেনে নিতে পারেননি। সেই কারণেই স্ত্রী প্রিয়াঙ্কা কুমারীর ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করতেন তিনি। এমনকি, একাধিকবার কন্যাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেছেন শিশুর মা।
ঘটনার দিন, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা দেখেন তার মেয়ে কোনও নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের লোকেদের খবর দেন এবং দ্রুত শিশুটিকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
advertisement
এরপরেই খবর যায় পুলিশের কাছে। ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেফতার করে।
পুলিশ খতিয়ে দেখছে পুরো বিষয়টি
তবে এই ঘটনার পর নতুন মোড় নেয় মামলা। রাহুলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। তাদের বক্তব্য, শিশুটির মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি শিশুটির মা ও বাবার মধ্যে পারিবারিক সম্পর্ক, অতীতের অশান্তি এবং প্রতিবেশীদের বক্তব্য সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিন মাসের একটি নিরপরাধ প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়ায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন প্রতিবেশীরাও।
Ricktick Bhattachrya