3 Unatural Death In Anandapur: আনন্দপুরে আতঙ্ক, ২৪ ঘণ্টার মধ্যে ৩ -৩টি অস্বাভাবিক মৃত্যু, ডান্স বারের মেয়ে থেকে মধ্য বয়স্কা মহিলা, কারো নিস্তার নেই

Last Updated:

3 Unatural Death In Anandapur: কলকাতার এই অংশে ঠিক কী কী ঘটছে...

২৪ ঘণ্টার মধ্যে ৩ অস্বাভাবিক মৃত্যু আনন্দপুর থানা এলাকায়৷- Photo- Representative
২৪ ঘণ্টার মধ্যে ৩ অস্বাভাবিক মৃত্যু আনন্দপুর থানা এলাকায়৷- Photo- Representative
কলকাতা:  কলকাতার বুকে এ কী ঘটনা৷  ২৪ ঘণ্টার মধ্যে ৩ অস্বাভাবিক মৃত্যু আনন্দপুর থানা এলাকায়৷
প্রথম ঘটনায় সোমবার বাইপাসে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। আনন্দপুর মৎস্য কন্যা ভবনের সামনের গাছে গলায় গামছা দিয়ে এক ভবঘুরে আত্মঘাতী। তদন্তে আনন্দপুর থানা।
দ্বিতীয় ঘটনাটি আনন্দপুর থানা এলাকায় নোনাডাঙ্গা সেকেন্ড লেনে বাড়ির ভিতর থেকে এক মধ্যবয়সী মহিলার দেহ উদ্ধার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
advertisement
advertisement
তৃতীয় সোমবার দুপুরে আনন্দপুর এলাকার একটি পানশালা (বাইপাস লাগোয়া) থেকে এক যুবতী বার ড্যান্সার এর দেহ উদ্ধার। প্রাথমিক অনুমান অতিরিক্ত মাদক ও মদ্যপানের জেরে মৃত্যু। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
পঞ্জাবের বাসিন্দা ২৭ বছর বয়সী শ্রেয়া বর্মার রহস্য মৃত্যু
জানা গেছে রবিবার রাতে তিনি তার বন্ধু মোঃ চাঁদের সঙ্গে আনন্দপুরের HCN গেস্ট হাউসে রাত কাটান, যেখানে অতিরিক্ত মদ্যপান করেন দুজনেই। পরদিন সকালে শরীর খারাপ লাগায় মোঃ চাঁদ তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র কর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
3 Unatural Death In Anandapur: আনন্দপুরে আতঙ্ক, ২৪ ঘণ্টার মধ্যে ৩ -৩টি অস্বাভাবিক মৃত্যু, ডান্স বারের মেয়ে থেকে মধ্য বয়স্কা মহিলা, কারো নিস্তার নেই
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement