TRENDING:

Darjeeling News: পানীয় জলের সংকট মিটতে চলেছে পাহাড়ে! ২০০ কোটির প্রকল্পে হাসি ফিরবে পাহাড়বাসীর

Last Updated:

Darjeeling News: জল রামভাং নামক একটি পাহাড়ি স্রোত থেকে জল তোলা হবে, যা শহর থেকে প্রায় পাঁচ কিমি দূরে অবস্থিত এবং এটি মিরিকের কাওলায় একটি জলাধারে সংরক্ষণ করা হবে। সেখান থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে‌ যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: ২০০ কোটি টাকা ব্যয়ে সেজে উঠবে দার্জিলিং জেলার অন্তর্গত মিরিক পাহাড়। রামভাং নামক পাহাড়ি স্রোত থেকে আসবে জল। উন্নত হবে স্বাস্থ্য পরিষেবাও। সরকার বৃহস্পতিবার মিরিক শহরের জন্য তিনটি বড় প্রকল্প উদ্বোধন করেছে। খবর সূত্রে জানা গিয়েছে, মিরিকের জন্য প্রায় ২০০ কোটি ব্যয় হবে একটি পানীয় জল সরবরাহ প্রকল্পে।
মিরিক
মিরিক
advertisement

তিনটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং একটি শহরের স্বাস্থ্য কেন্দ্রের জন্য। চিত্তরঞ্জন বর্মণ, রাজ্যের পৌর প্রকৌশল পরিদপ্তরের (MED) প্রধান বলেন, ”মিরিক শহরের পানীয় জল প্রকল্পটি AMRUT 2.0 প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে গ্রহণ করেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত করবে PHE এবং MED, যার জন্য ১৭০.১০ কোটি টাকা ব্যয় হবে।”

advertisement

পরিকল্পনা অনুযায়ী, জল রামভাং নামক একটি পাহাড়ি স্রোত থেকে জল তোলা হবে, যা শহর থেকে প্রায় পাঁচ কিমি দূরে অবস্থিত এবং এটি মিরিকের কাওলায় একটি জলাধারে সংরক্ষণ করা হবে। সেখান থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে‌ যাবে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: পানীয় জলের সংকট মিটতে চলেছে পাহাড়ে! ২০০ কোটির প্রকল্পে হাসি ফিরবে পাহাড়বাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল