আরও পড়ুন: গফফরের মশলা দুধ চা’র স্বাদে মাত সকলে
সাইকেল পরিবেশ বান্ধব যান। পরিবেশের কথা ভেবেই ইউরোপের নেদারল্যান্ডে প্রধান যানবাহনের মর্যাদা পেয়েছে এই সাইকেল। এটি কোনওভাবে পরিবেশ দূষণ ঘটায় না। তেমনই স্বাস্থ্যের জন্যও সাইকেল চালানো খুবই উপকারী। সাইকেল চালালে আমাদের শরীরের ব্যায়াম হয়। ফুসফুস ও হার্ট ভাল থাকে। তবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকে সাইকেলের প্রতি আকর্ষণ হারাচ্ছে। আগে সাইকেল ছিল সকলের যাত্রাপথের অন্যতম সঙ্গী। তবে এখন ধীরে ধীরে সাইকেলের প্রতি আকর্ষণ কমেছে। কারণ নতুন প্রজন্ম বাইক চড়তেই বেশি পছন্দ করে। তাই শরীর সুস্থ রাখতে এবং সাইকেলের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই এমন উদ্যোগ বলে জানেন উদ্যোক্তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দার্জিলিং পাবলিক স্কুলের শিক্ষক শুভম দত্ত বলেন, নবীন প্রজন্ম ভুলতে বসেছে যে সাইকেল কী জিনিস। আমরা সাইকেলে করে স্কুলে যেতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। তাঁর কথায়, নবীনরা বাইকে চড়তেই বেশি পছন্দ করে। তাই সাইকেলকে আবার তাদের সঙ্গে পরিচয় করানো এবং সাইকেল চালানো যে শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ন সেই বার্তা দিতেই এই প্রতিযোগিতার আয়োজন।
অনির্বাণ রায়