TRENDING:

কালীপুজোর বিসর্জনের দিন মন্দিরে ভাঙচুরের অভিযোগ! মালদহের দুই পুজো কমিটির মধ্যে উত্তেজনা, ছুটে এল পুলিশ

Last Updated:

Malda News: অভিযোগ, সুদেব স্মৃতি সংঘের সদস্যরা দলবল নিয়ে বাঁশ, লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে মন্দিরের উপর আঘাত করে ভাঙচুর করতে থাকে। ভেঙে দেওয়া হয় ক্লাবের দরজা, ফেলে দেওয়া হয় মণ্ডপের সাউন্ডবক্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, সেবক দেবশর্মাঃ কালীপুজো শেষে বিসর্জনের দিনই দুই পূজা কমিটির মধ্যে মন্দিরে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুরাতন মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ড এবং ১৯ নম্বর ওয়ার্ডের দু’টি পুজো কমিটির মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়।
এলাকায় পুলিশ
এলাকায় পুলিশ
advertisement

৭ নম্বর ওয়ার্ডের কালীপুজো কমিটি লাইনস ক্লাবের সদস্যদের অভিযোগ, ১৯ নম্বর ওয়ার্ডের সুদেব স্মৃতি সংঘের সদস্যরা দলবল নিয়ে বাঁশ, লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে মন্দিরের উপর আঘাত করে ভাঙচুর করতে থাকে। ভেঙে দেওয়া হয় ক্লাবের দরজা, ফেলে দেওয়া হয় মণ্ডপের সাউন্ডবক্স। ঘটনার সময় লাইনস ক্লাবের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। সকলেই বিসর্জনে গিয়েছিলেন। ঘটনার কথা জানতে পেরে ক্লাবের সদস্যরা তাঁদের মন্দিরের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।

advertisement

আরও পড়ুনঃ ৪৪ টি দেশের প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, বাবা সবজি ব্রিকেতা, ছেলের স্বপ্নপূরণের উড়ান, দেশের জন্য পদক বাংলার ছেলের

লাইনস ক্লাবের সম্পাদক বিবেক ওবেরয় অভিযোগ করেন, এই ভাঙচুরের ঘটনা ঘটানো পুজো কমিটি এর আগেও মণ্ডপে তাণ্ডব চালিয়েছিল। ভাবতে অবাক লাগে, সনাতনী ধর্মের মানুষ হয়ে তাঁরা কীভাবে মন্দিরের উপর এমন ভাঙচুর চালায়। এলাকাকে উত্তপ্ত করার উদ্দেশেই এই ধরনের কুচক্র কাজ করছে। পুলিশের প্রতি ভরসা আছে। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

অন্যদিকে সুদেব স্মৃতি সংঘের সদস্যরা লাইনস ক্লাবের সদস্যদের তোলা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। তাঁদের পাল্টা অভিযোগ, তাঁরা তাঁদের ক্লাবের পাশ দিয়ে বিসর্জন করে আসার পথে রোড ক্রসিংয়ের সময় লাইনস ক্লাবের ওখানে দাঁড়ান। সেই সময় হঠাৎ তাঁদের বন্ধ থাকা সাউন্ডবক্স ফুল ভলিউমে বাজাতে শুরু করে। তখন প্রশ্ন করা হয়, এত জোরে কেন বাজানো হচ্ছে? এই নিয়েই দু-একটি কথা কাটাকাটি হয়। তবে মন্দিরে কোনও ধরনের ভাঙচুর, হামলা বা আক্রমণ হয়নি। এলাকায় প্রশাসনিকভাবে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত করুক। এদিকে এই ঘটনা ঘিরে রাত থেকে পালপাড়া, জামতলা প্রভৃতি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কালীপুজোর বিসর্জনের দিন মন্দিরে ভাঙচুরের অভিযোগ! মালদহের দুই পুজো কমিটির মধ্যে উত্তেজনা, ছুটে এল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল