উত্তরবঙ্গের এই চা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বিদেশের মাটিতেও এর চাহিদা প্রচুর। সেই অর্থেই উত্তরবঙ্গের চা পর্যটনের গুরুত্ব দিনের পর দিন বেড়ে চলেছে। চায়ের কথা আসলেই সবার প্রথমে মাথায় আসে বিশ্ব বিখ্যাত মাকাইবাড়ির চা। বর্তমানে বিশ্বজুড়ে চাহিদা রয়েছে এই চায়ের। দার্জিলিংয়ের মাটিতেই রয়েছে ব্রিটিশ আমলের বহু পুরনো ঐতিহ্যবাহী মাকাইবাড়ি চা ফ্যাক্টরি, যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
advertisement
আরও পড়ুন- রমরমিয়ে ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর, পুলিশ হানা দিতেই যা দেখল…! শুনলে শিউরে উঠবেন
এই প্রসঙ্গে এই চা পর্যটনের সঙ্গে যুক্ত প্রণয় ভুজেল বলেন উত্তরবঙ্গের সবথেকে পুরনো তথা ১৮৫৯ সালে এই চা বাগান তৈরি হয়। এছাড়াও এই ফ্যাক্টরি জুড়ে রয়েছে ১০০ বছরেরও বহু পুরনো যন্ত্র যার সাহায্যে আজও চা উৎপন্ন হচ্ছে এই সমস্ত জিনিস নিজের চোখে চাক্ষুষ করতেই প্রতিনিয়ত চারিদিকে পাহাড়ের কোলে চা বাগানে ঘেরায় মাকাইবাড়ি চা ফ্যাক্টরিতে ছুটে আসে পর্যটকেরা।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শুরু…! শুক্রের গোচরে ৩ রাশির চরম আর্থিক সঙ্কট, অশুভ প্রভাবে জীবন ছারখার!
সব থেকে বড় জিনিস নিজের হাতে বাগান থেকে পাতা তুলে সেই পাতা থেকে কিভাবে চা উৎপন্ন করা হয় তা নিজের চোখে দেখার অভিজ্ঞতা একদম আলাদা। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা মাকাইবাড়ি চা বাগান ও ফ্যাক্টরি তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং চা উৎপাদনের প্রক্রিয়া দেখানোর জন্য পরিচিত। শুধু দেখা বা খাওয়াই নয় আপনি চাইলে নিজের পছন্দের চা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন।
সুজয় ঘোষ