Honey Trap: রমরমিয়ে ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর, পুলিশ হানা দিতেই যা দেখল...! শুনলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Honey Trap: দিনের পর দিন ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর। বহু দূরান্ত থেকে মানুষজন এই টানে ভিড় জমান ওই এলাকায়।সেখানেই মধুচক্র চলাকালীন পুলিশের হাতে গ্রেফতার তিন।
পঙ্কজ দাশরথী, পূর্ব মেদিনীপুর: দিনের পর দিন ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর। বহু দূরান্ত থেকে মানুষজন এই টানে ভিড় জমান ওই এলাকায়। গোপন সূত্রে এই ঘটনার খবর পেয়ে অভিযান চালাল পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর থানার পুলিশ।
জানা গেছে, ভূপতিনগর থানার অন্তর্গত বাজকুল বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে দিনের পর দিন চলছিল গোপনে মধুচক্রের আসর। এলাকার মানুষের দীর্ঘদিন ধরে এই নিয়ে অভিযোগ। স্থানীয় ভূপতিনগর থানার পুলিশ এই খবর গোপন সূত্রে পেয়ে বুধবার সন্ধে নাগাদ ওই ভাড়া বাড়িতে হানা দেয়।
আরওপড়ুন- ভয়ঙ্কর দুঃসময় শুরু…! শুক্রের গোচরে ৩ রাশির চরম আর্থিক সঙ্কট, অশুভ প্রভাবে জীবন ছারখার!
advertisement
advertisement
সেখানেই মধুচক্র চলাকালীন পুলিশের হাতে গ্রেফতার তিন। যারা হলেন শিব শংকর জানা, কৃষ্ণপ্রসাদ দাস-সহ এক মহিলা। এছাড়াও দু’জন মহিলাকে ওই মধুচক্রের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন-৫৪ বছরে ফের দ্বিতীয় সন্তানের বাবা, কাঞ্চনের থেকে ঠিক কতটা ছোট তৃতীয় স্ত্রী শ্রীময়ী? বয়সের পার্থক্য শুনলে মাথা ঘুরে যাবে
আজ গ্রেফতার তিনজনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে৷ এই চক্রের এজেন্টকে হেফাজতের আবেদন জানিয়েছে ভূপতি নগর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 12:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Honey Trap: রমরমিয়ে ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর, পুলিশ হানা দিতেই যা দেখল...! শুনলে শিউরে উঠবেন