বর্তমান যুগে ছবি তুলতে কেনা ভালবাসে সেই অর্থেই চোখের সামনে যখন নিমিষেই নিজের ছবি অথবা চোখের সামনে সবুজে ঘেরা প্রকৃতি রং তুলির টানে কাগজে ফুটে ওঠে তখন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা।ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ। দিনের সাথে সাথে ছবি আকার চাহিদাটা আরো বেড়েছে। বর্তমানে দার্জিলিংয়ের বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে ছবি আঁকায় মত্ত থাকে সে। এই প্রসঙ্গে রবি বলেন ঘরে বসে একঘেয়েমি ছবি আঁকতে আর ভালো লাগেনা তাই দুই ভাই মিলে রাস্তায় বেরিয়ে বেরিয়ে পড়ি এবং রাস্তাঘাটে চোখের সামনে যাই দেখি তা নিজেদের রঙ তুলিতে ফুটিয়ে তুলি।
advertisement
কখনও কোনও পাহাড়ি ঘেরা গ্রাম বা জঙ্গলের রাস্তা সবকিছুই ফুটে ওঠে আমাদের ছবির মধ্যে এবং আমরা বছরে একটা করে ফটো এক্সিবিশনও করি সেখানে আমাদের হাতে আকাশ সমস্ত ছবি সকলের সামনে তুলে ধরা হয়। এই ছবি আঁকতে গিয়ে প্রচুর মানুষের ভালোবাসা ও পেয়েছি এবং আগামী দিনে এই ছবি আঁকা নিয়ে এগিয়ে যেতে চাই।
ছবি আঁকাই তার কাছে সবকিছু। বর্তমানে দার্জিলিং জেলার পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গার মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে। তার পরিচয় তার হাতে আঁকা বিভিন্ন আউটডোর ছবি। দিনের পর দিন সকলেই নতুন নতুন আবদার নিয়ে হাজির হয় তার কাছে। নিজের হাতে ছবি এঁকে সকলকে খুশি করতে পেরে নিজেও বেজায় খুশি। বর্তমানে তাদের ছবি আঁকার ঠিকানা কোন পাহাড়ি গ্রাম অথবা জঙ্গলে ঘেরা কোন অজানা রাস্তা। সময় পেলেই রাস্তার মাঝেই রং তুলি নিয়ে দাঁড়িয়ে পড়ে রবি। তাদের হাতে আঁকা এই ছবি সকলের মনকেই মুগ্ধ করে।
সুজয় ঘোষ





