ব্রাউন সুগার থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে করণদিঘির বিডিও নীতিশ তামাং ও মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যনন্দ সরকার উপস্থিত হয়। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে ৬টি প্যাকেটে মোট ৫৩০ গ্রাম ওজনের ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষাধিক টাকা।
আরও পড়ুন: Tobacco: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তামাক গাছ! সিগারেট থেকে সব তামাকজাত দ্রব্যের বাড়তে পারে দাম! জানুন
advertisement
আরও পড়ুন: চাষের জমি থেকে কী চুরি করল চোর? দেখে হতবাক এলাকার মানুষেরা
পাশাপাশি বিধানপল্লীর বাসিন্দা অজয় সাহানীর কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও প্রদীপ সাহার কাছ থেকে একটি পাইপগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পাঠানো হলে ৯ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে রায়গঞ্জ আদালত।
চঞ্চল মোদক