TRENDING:

South Dinajpur News : চার বছর পেরিয়ে গেল, এখনও নেই স্থায়ী ভবন! বাড়ছে পড়ুয়া, উপযুক্ত পরিকাঠামো চাইছে সকলে

Last Updated:

South Dinajpur News : দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। কিন্তু জেলায় প্রথম থেকেই ইউনিভার্সিটির নেই কোনও স্থায়ী ভবন। যার ফলে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়ুয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : জেলায় প্রথম থেকেই ইউনিভার্সিটির নেই কোনও স্থায়ী ভবন। কখনও ভাড়া বাড়িতে অফিস, বিভিন্ন স্কুল ও কলেজের ঘরে ক্লাস চালু করার চেষ্টা হলেও তা খুব একটা বেশি সফল হয়নি। বর্তমানে যেখানে ইউনিভার্সিটির ক্লাস হয়ে থাকে, তা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ইউনিভার্সিটি চালানোর মত উপযুক্ত নয়। এনিয়ে ক্ষোভ রয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।
advertisement

মুখ্যমন্ত্রী ঘোষণার পর ২০২১ এর অক্টোবর মাস থেকে রাষ্ট্রবিজ্ঞান, অংক এবং ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রির কোর্স চালু করে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। তবে, নিজস্ব পরিকাঠামো না থাকায় সমস্যায় পড়ুয়ারা। তারা চাইছেন দ্রুত ইউনিভার্সিটির নিজস্ব ভবন তৈরি হোক। যেখানে ভাল পরিবেশে ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে পারবেন এবং উপযুক্ত পরিকাঠামো পাবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে ছাত্র-ছাত্রীদের ভর্তির সংখ্যা বেশি।

advertisement

আরও পড়ুন : মন্দার ‘অন্ধকার’ ঘুঁচিয়ে ফের দাপট দেখাচ্ছে মাটির প্রদীপ! চাহিদা মেটাতে গিয়ে নাজেহাল কুমোরপাড়া 

সিট বেশি না থাকার পরেও পড়ুয়া সংখ্যা প্রতিবছরই বেড়েই চলেছে। ছাত্র-ছাত্রীরা চাইছেন বিদ্যালয়ের জন্য যে জায়গাটি চিহ্নিতকরণ করা হয়েছে, সেখানে স্থায়ী ঠিকানা তৈরি করা হোক। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চশিক্ষা দফতরের কাছে চিহ্নিতকরন জায়গাটিতে খুব শীঘ্রই যাতে কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়, সেই বিষয়ে প্রয়োজনেও কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত পথ চলা শুরু হয় দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির। তিনি নিজেই বলেছিলেন, এই ইউনিভার্সিটি তৈরি হবে বালুরঘাটে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সেইমত তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে জায়গাও নির্দিষ্ট করা হয় বালুরঘাট এয়ারপোর্টের পাশে কৃষি দফতরের বিস্তীর্ণ জমিতে। সেখানে প্রাচীর তৈরির কাজও শেষ হয়। কিন্তু তারপরেই শুরু হয় জটিলতা। কোন এক অজানা কারণে ইউনিভার্সিটি ক্লাস চালু হয়ে যাওয়ার ৪ বছর পরেও এখনও ভবন তৈরির কাজ শুরু করতে পারেনি সরকার। প্রথম থেকেই ইউনিভার্সিটির জায়গা নিয়ে বিতর্ক ছিল জেলার অভ্যন্তরে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : চার বছর পেরিয়ে গেল, এখনও নেই স্থায়ী ভবন! বাড়ছে পড়ুয়া, উপযুক্ত পরিকাঠামো চাইছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল