সাইকেলে মোটর এবং ব্যাটারি ফিট করে আস্ত একটি গাড়ি পর্যন্ত তৈরি করে ফেলছেন পুরাতন মালদার রাঙামাটির এই যুবক। বাবার পথ ধরেই সাইকেল মিস্ত্রির পেশা বেছে নিয়েছেন আফতাব। পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ইচ্ছে ছিল উচ্চশিক্ষা লাভ করে ভাল মেকানিক হবেন। কিন্তু পরিবারে আর্থিক অনটনের কারণে শেষ পর্যন্ত সাইকেল সারানোর মিস্ত্রির পেশা বেছে নিতে একপ্রকার বাধ্য হন। কিন্তু আফতাব শেখের মন থেকে নতুন কিছু করে দেখানোর ইচ্ছেটা মরে যায়নি।
advertisement
আরও পড়ুন: বিরক্তির টানা বৃষ্টি হাসি ফুটিয়েছে ওদের মুখে, কারণ জানলে অবাক হবেন!
এই প্রসঙ্গে আফতাব শেখ জানান, মোটর, কন্ট্রোলার, সেন্সর ইত্যাদি যান্ত্রিক সামগ্রী এনে দোকানেই গ্রাহকদের পছন্দমত পরিবর্তন করে দেন। ফলে নিমেষেই সাধারণ সাইকেল হয়ে ওঠে মোটর চালিত সাইকেল বা ব্যাটারি চালিত ই-সাইকেল। নতুন ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে দেন ২৫ হাজার টাকায়। এবং গ্রাহকরা নিজের সাইকেলকে ব্যাটারি চালিত করতে চাইলে খরচ পড়ে ১৮ হাজার টাকা। মাসে প্রায় ১৫ থেকে ২০ টি এই ধরনের সাইকেল তৈরি করে বিক্রি করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাইকেল মেকানিক আফতাব শেখের এই কাণ্ডকারখানার কথা ইতিমধ্যেই আশেপাশে ছড়িয়ে পড়েছে। কারিগরি বিদ্যার উপর দখল থাকলে ভালভাবেই যে স্বাবলম্বী হয়ে ওঠা যায় সেই উদাহরণ সকলের সামনে তৈরি করেছেন এই যুবক। তাঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছে অনেকেই।
জিএম মোমিন