আরও পড়ুন: জুতোর দোকানে ভয়াবহ আগুন, একটুর জন্য বাঁচল গোটা মার্কেট
জলপাইগুড়ি জেলার মোরাঘাট চা বাগানে শনিবার সকালে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। দীর্ঘক্ষণ চা বাগানে ঘোরাঘুরি করে অবশেষে সংলগ্ন মোরাঘাট রেঞ্জের জঙ্গলে প্রবেশ করে সে। জাতীয় সড়ক সংলগ্ন ওই চা বাগানে দলছুট দাঁতালকে দেখতে ভিড় জমায় পর্যটক থেকে শুরু করে পথচলতি মানুষজন। পরবর্তীতে বানারহাট থানার ট্রাফিক ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে দলছুট হাতিটির উপর নজর রেখেছেন বনকর্মীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল ওই চা বাগানের মধ্যে ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই সামনে বন্য হাতি থেকে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী, ব্যাহত হয় চা বাগানের পাতা তোলার কাজ। জানা গিয়েছে এ দিন দলছুট হাতিটি চা বাগানের চার শ্রমিককে আক্রমণ করে। ফলে আতঙ্কের পরিবেশ আছে এলাকায়।
সুরজিৎ দে