জল সংকটের কারণে অনেকের ধানের ক্ষেত, লঙ্কা এবং বেগুন চাষ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই অঞ্চলে সরকারি প্রকল্পের আওতায় সেচ ব্যবস্থা থাকলেও পাইপের অভাবে দূরবর্তী জমিতে জল পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও পড়ুন: কল আছে জল নেই! চিকিৎসা করাতে এসে ফালতু ফালতু খসছে গাঁটের কড়ি! দুর্ভোগ হাসপাতালে
advertisement
এবিষয়ে বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝাঁ জানান, “আমাদের কাছে কৃষকরা সমস্যা জানিয়ে অভিযোগ করলে আমরা পদক্ষেপ করব। কৃষকদের চাষবাসে কোন সমস্যা যাতে না হয় সেই দিকে আমরা সচেষ্ট থাকব। যদি অন্য কোন দফতরের তরফে দূরবর্তী পাম্প হাউস থেকে পাইপের মাধ্যমে জল পৌঁছানো সম্ভব হয় তবে তা নিশ্চিত করা হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পোল্লা পাড়া এলাকার ১০০ একর জমিতে ধান ও সবজির চাষ হয়। চাষিদের সুবিধার্থে সরকারি উদ্যোগে রিভার পাম্প বসানো হয়েছিল। কিন্তু প্রথমদিকে জল পাওয়া গেলেও বর্তমানে পাইপের অভাবে দূরবর্তী পাম্প থেকে জল পৌঁছানো সম্ভব হয়ে না ওঠায় সেচের অভাবে এলাকার চাষিরা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় চাষিদের অভিযোগ, কৃষি সেচ দফতর থেকে কোন আধিকারিক তাঁদের দুর্দশার খবর জানতে আসেননি। এমনকি এবিষয়ে প্রশাসনিক আধিকারিকের কাছেও একাধিকবার জানানো হলেও সমস্যার কোন সমাধান হয়নি। ফলে চাষের মরসুমে জল সংকটে নাজেহাল হতে হচ্ছে শত শত কৃষককে।
সুস্মিতা গোস্বামী