South Dinajpur News: কল আছে জল নেই! চিকিৎসা করাতে এসে ফালতু ফালতু খসছে গাঁটের কড়ি! দুর্ভোগ হাসপাতালে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন
দক্ষিণ দিনাজপুর: কোথাও পানীয় জল সরবরাহের ট্যাপকল ভেঙে গিয়েছে, আবার কোথাও একাধিক ট্যাপকল থাকলেও সেগুলো বিকল হয়ে রয়েছে। এই চিত্র বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের বাইরে থাকা ট্যাপ কলের। তবে শুধু বাইরে নয়, বিল্ডিংয়ের বিভিন্ন তলাতেও পানীয় জলের ট্যাপ বিকল। কোথাও আবার ভেঙে রয়েছে বলে অভিযোগ৷
পাশাপাশি পানীয় জলের কোয়ালিটি নিয়েও বিস্তর সমস্যা রয়েছে। দূরদূরান্ত থেকে আশা রোগী ও রোগীর আত্মীয়দের দাম দিয়ে বেশিরভাগ সময় বাইরে থেকে পানীয় জলের বোতল কিনতে হচ্ছে। যা নিয়ে প্রতিদিনই রোগী ও তাঁদের পরিবারের লোকেরা দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ। দ্রুত জলের ট্যাপ মেরামত করার দাবী জানিয়েছেন রোগীর আত্মীয়রা। গ্রীষ্মকালে জলের সব থেকে বেশি প্রয়োজন হয়। সেই জায়গা থেকে এই সমস্যার সমাধান চাইছেন সকলে। যদিও বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার।
advertisement
advertisement
তবে শুধুমাত্র বালুরঘাট নই, গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। সমস্যায় রোগীর পরিজনেরা। হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন। তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমত অবস্থায় হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবি তুলছেন রোগীর পরিজনেরা। ফলে বহু কোটি টাকা খরচ করে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করা হলেও রোগী ও তাদের পরিবারের লোকেদের দুর্ভোগ কাটেনি!
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 12:14 PM IST