আরও পড়ুনঃ কাশতে কাশতে প্রস্রাব হয়ে যাচ্ছে? পাত্তাই দিচ্ছেন না! খুব সাবধান, বড় ক্ষতির আগে জানুন
গোপন সূত্রে খবর পায় মালদহ জিআরপি থানার পুলিশ। সেইমত ডাউন বিবেক এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে পৌঁছালে তল্লাশি শুরু করে। সন্দেহজনক এক যাত্রীকে আটক করে। কিন্তু তার কাছ থেকে প্রথমে পুলিশ কিছুই পায়নি। যাত্রীর কাছে একটি নতুন ব্ল্যাঙ্কেট ছিল। পুলিশ ব্ল্যাঙ্কেটের ভাঁজ খুলতেই চক্ষু চড়কগাছ হয়। ভাঁজের ভেতরে লুকানো একাধিক ছোট ছোট প্যাকেট। সেগুলির মধ্যে ব্রাউন সুগার। ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে।
advertisement
জিআরপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৪ কেজি ৪৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যে গুলির বাজার মূল্য প্রায় দুই কোটি ৩০ লক্ষ টাকা। তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। মালদহ জিআরপি থানার আইসি প্রশান্ত রায় বলেন, অভিযুক্ত কম্বলের মাঝে ব্রাউন সুগার লুকিয়ে পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করি। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ঘড়ি ধরে ‘এই’ সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করুন! হু হু করে ঝরবে চর্বি, শরীরও থাকবে ফিট
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত মনিপুর থেকে ব্রাউন সুগারগুলি মালদায় পাচার করার জন্য নিয়ে আসছিল। ডিব্রুগড় থেকে সে বিবেক এক্সপ্রেস ট্রেনে ওঠে। অভিযুক্তকে আদালতে পেশ করে ঘটনা তদন্ত শুরু করেছে মালদহ জিআরপি থানার পুলিশ।
হরষিত সিংহ