বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি চালানোর হয়৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান। পিকআপ ভ্যানে তল্লাশি চালাতে প্রথম অবস্থায় দেখা যায় সেটাতে তুষের বস্তা বোঝাই রয়েছে। পিকআপ ভ্যানটিকে ছেড়ে দিতে সেটি এগিয়ে যেতেই পুলিশকর্মীদের নজরে আসে গাড়ির নীচের অংশে গোবর লাগা রয়েছে। সন্দেহ হয় পুলিশকর্মীদের৷ তাঁরা ফের একবার আটক করেন গাড়িটিকে। আর এর পর পুলিশকর্মীরা যেটি দেখলেন তাতে তাদের চক্ষু চড়কগাছ।
advertisement
আরও পড়ুন : অতিমারিতে উপার্জন হারিয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন গায়িকা
পিকআপ ভ্যানে লোহা দিয়ে করা হয়েছে দুটি চেম্বার। নিচের চেম্বারে ঠাসাঠাসি করে ঢোকানো হয়েছে দশটি গরু। গরুর ওপরের চেম্বারে তুষের বস্তা সাজানো রয়েছে। ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান পিকআপ ভ্যানের চালক ও খালাসি। ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন : দোলের রং নখে লেগে থাকা খুব ক্ষতিকর, তুলে ফেলার সহজ উপায় জানুন
আরও পড়ুন : মুখ থেকে দোলের রং তোলার ঘরোয়া টোটকা
ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুন বলেন, ‘‘ গোপন সূত্রে খবর পেয়ে আমরা জাতীয় সড়কে নাকা তল্লাশি চালাচ্ছিলাম৷ সেই সময়ে একটি তুষ বোঝাই পিকআপ ভ্যান দেখে আমাদের সন্দেহ হয়। সেই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করতেই চালক এবং খালাসি পালিয়ে যায়। এরপর গাড়িটিতে ভাল করে তল্লাশি চালালে দেখতে পাওয়া যায় তুষের বস্তার নিচে আলাদা করে একটি কেবিন বানানো রয়েছে যার মধ্যে দশটি গরু লুকিয়ে রাখা হয়েছিল, যেগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল। সেই গরুগুলোকে আটক করা হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’
( প্রতিবেদন : রকি চৌধুরী)