কোচবিহারের হরিশপাল চৌপথি এলাকা থেকে টোটো নিয়ে বাড়িতে ফিরছিলেন প্রিয়াঙ্কা বর্মন নামে এক মহিলা। আচমকাই দুই যুবক বাইকের করে এসে তাঁর গলার মালা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মুহূর্তে গৃহবধূর চিৎকারে ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষেরা। দ্রুত খবর পাঠানো হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের কাছে।
আরও পড়ুন- পুজোর ঢাকে কাঠি! কোচবিহারের দক্ষিণপাড়ার এবারের চমক মথুরার চন্দ্রোদয় মন্দির
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা বর্মন কোচবিহার শহরের হরিশপাল চৌপথি এলাকা থেকে টোটো করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ করেই তাঁর বাড়ির কাছাকাছি হাজরাপাড়া এলাকায় একটি বাইকে দুজন যুবক এসে তাঁর গলা থেকে সোনার মালা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় মুহূর্তে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। গৃহবধূর চিৎকারে ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষেরা। দ্রুত খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের কাছে।
আরও পড়ুন- রাখি উৎসব জমজমাট! শিলিগুড়ির এবারের ট্রেন্ডিং জানেন? জানলে অবাক হবেন
তবে কোচবিহারের মধ্যে আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। পুলিশ সেই ঘটনার নিষ্পত্তি করতে পেরেছে। এদিনের ঘটনার একটি লিখিত অভিযোগে ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
Sarthak Pandit