Siliguri News: রাখি উৎসব জমজমাট! শিলিগুড়ির এবারের ট্রেন্ডিং জানেন? জানলে অবাক হবেন

Last Updated:

সিনেমার প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। বার্বি পুতুলকে নিয়ে নতুন করে শুরু হয়েছে উন্মাদনা।খাবার থেকে শুরু করে জামা কাপড় , আসবাবপত্র সর্বত্রই শুরু হয়েছে বার্বি ‘ট্রেন্ড’। সেই ধারায় গা ভাসিয়ে এ বার বার্বি ভাবনায় অনুপ্রাণিত হয়ে তৈরি বার্বি রাখি।

+
title=

শিলিগুড়ি: হকার্স কর্নারের গলিগুলো এখন সম্পূর্ণ রঙিন। কারণ রাখি উৎসব আসছে। এখনও বাকি অনেক দিন তবে এখনই রং-বেরঙের রাখিতে ভরে গিয়েছে হকার্স কর্নার বাজার। বাঙালির অন্যতম উৎসব হল রাখি উৎসব। ভাই বোনের উৎসব হল রাখি। তবে এই রাখিতে এবার ট্রেন্ডিং হয়েছে বার্বি রাখি। সম্প্রতি মুক্তি পেয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’-কে নিয়ে একটি সিনেমা। আইকনিক স্টোরি ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত মার্কিন গ্রেটা গেরউইগ।
সিনেমার প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। বার্বি পুতুলকে নিয়ে নতুন করে শুরু হয়েছে উন্মাদনা। রূপকথার গল্পের মতো বার্বির গোলাপি রঙের দুনিয়ায় সব কিছুই নিখুঁত। সেই দুনিয়ার স্বপ্ন নতুন করে বাড়িয়ে দিয়েছে বার্বি প্রেম। খাবার থেকে শুরু করে জামা কাপড় , আসবাবপত্র সর্বত্রই শুরু হয়েছে বার্বি ‘ট্রেন্ড’। সেই ধারায় গা ভাসিয়ে এ বার বার্বি ভাবনায় অনুপ্রাণিতহয়ে তৈরি বার্বি রাখি। শিলিগুড়ির বাজার জুড়ে এবার বার্বি রাখি ছেয়ে রয়েছে। বিশেষত শিশুদের মন কাড়ছে বার্বি রাখি। হোলসেল দাম মাত্র ৬০ টাকা।
advertisement
advertisement
রাখি বিক্রেতা বাবাই সাহা জানান, ” প্রতিবছরই রাখি উৎসবের নতুন রাখি বাজারে আসে। ২০২৩ এ সকলের মন কাড়ছে বার্বি রাখি। সম্প্রতি মুক্তি হওয়া বার্বি সিনেমা সকলের মন জয় করেছে। তাই এই রাখির চাহিদা বেশি। যতগুলো বার্বি রাখি এনেছিলাম সব শেষ হয়ে গিয়েছে।”
advertisement
তিনি আরও জানান, “বিশেষত শিশুদের মধ্যে এর চাহিদা বেশি রয়েছে। বারবি পুতুলের যতটা চাহিদা ঠিক ততটাই চাহিদা রয়েছে এর। ” রাখি কিনতে আসা অনিক চৌধুরী জানান, ” প্রতিবছরই বুনুর জন্য রাখি কিনে নিয়ে যাই। এবার রাখি কিনতে এসে দেখলাম নতুন এই বার্বি রাখি বেরিয়েছে। ঝটপট কিনে নিলাম। আশা করি বুনু খুশি হবে ।”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: রাখি উৎসব জমজমাট! শিলিগুড়ির এবারের ট্রেন্ডিং জানেন? জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement