পুজো বলতেই মাথায় আসে বড় বাজেটের বড় বড় পুজোর কথা। কিন্তু চলতি বছরে বড় বাজেট নয়, কম বাজেটের মধ্যেও কী ভাবে সুন্দর করে পুজো করা যায়, তা দেখিয়ে দেবে কালিয়াগঞ্জের ইয়ং স্পোর্টিং ক্লাব। হাতে অল্প সময়। মাত্র ১৫ দিন। আর এরই মধ্যে খুঁটিপুজোর মাধ্যমে তাঁরা শুরু করে দিলেন পুজোর প্রস্তুতি। প্রতি বছরই এই ক্লাব থিম পুজোর উপহার দিয়ে থাকে সাধারণ মানুষদের। চলতি বছরে ইয়ং স্পোটিং ক্লাবের থিম ‘মাটির ঘরে মা’। এই ক্লাবের পুজো এবারে ৫৫ বছরে পদার্পণ করবে।
advertisement
জানা যায়, সম্পূর্ণ প্রাকৃতিক সামগ্রী যেমন ইট, মাটি, খড়, পাটকাঠি, দিয়েই পুজোর মণ্ডপ তৈরি হবে। সপরিবার দেবী দশভূজাকে দেখা যাবে একচালায়। চন্দননগরের আদলে আলোকসজ্জা থাকবে। পুজোর মোট বাজেট সাড়ে তিন লক্ষ টাকা। মঙ্গলবার পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে খুঁটিপুজো করে কালিয়াগঞ্জের ইয়ং স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা হল। শান্ত গ্রাম বাংলার পরিবেশকে ফুটিয়ে তোলা হবে এই পুজোর মধ্য দিয়ে।
পিয়া গুপ্তা