আরও পড়ুন: রাস্তার উপর দাউ দাউ করে জ্বলছে ডাম্পার! আতঙ্কে এদিক-ওদিক দৌড়
আলিপুরদুয়ারের রায়মাটাং, কালচিনি সহ বেশ কিছু চা বাগান বন্ধ। বাধ্য হয়ে এখানকার শ্রমিকরা পরিবার নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। প্রতিদিন নিউ আলিপুরদুয়ার স্টেশনে দক্ষিণ ভারতের রাজ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠছেন এখানকার চা শ্রমিকরা। অধিকাংশেরই গন্তব্য তামিলনাড়ুর।
advertisement
দুর্গাপুজোর আগে বন্ধ হয়ে যায় রায়মাটাং চা বাগান। বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘদিন থেকে বাগান বন্ধ থাকায় শ্রমিকরা সমস্যায় পড়ছেন। এলাকায় অন্য কোনও কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এমনই এক কর্মহীন শ্রমিক অমল লামা বলেন, বিপদে পড়েই বাইরে যাচ্ছি আমরা। যদি বাগান খুলে যেত তাহলে এই পথ খুঁজতে হত না। প্রশাসনকে তাও বলছি বাগানটা খুলে দেওয়ার জন্য। যাতে আর কোনও শ্রমিককে বাইরে যেতে না হয়।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই রায়মাটাং চা বাগানের শতাধিক শ্রমিক চলে গিয়েছেন দক্ষিণ ভারতে। শ্রমিক নেতারা জানান, চা শ্রমিকদের বাইরে যাওয়ার ইচ্ছা নেই। কিন্তু বাধ্য হয়ে নিজেদের পরিবার পরিজন ছেড়ে যেতে হচ্ছে। এই প্রসঙ্গে শ্রমিক নেতা বিকাশ মাহালি জানান, আলিপুরদুয়ার জেলার পাঁচটা বন্ধ চা বাগান থেকেই শ্রমিকরা হতাশ হয়ে বাইরে চলে যাচ্ছেন। বন্ধ চা বাগান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কিছুই করছে না। বাগানগুলির শ্রমিকদের দুর্দশা দেখা যায় না। কবে খুলবে বন্ধ বাগান? নাকি এইভাবেই শ্রমিকরা বাইরে কাজ করতে যেতেই থাকবেন? প্রশ্ন সকলের মুখে।
অনন্যা দে