আরও পড়ুন: হারিয়ে যাওয়া ছেলেকে কাছে পেতে সিলিকনের মূর্তি ঘরে আনলেন মা!
উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বান্দেরহাট এলাকায় বালি বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের। দুর্ঘটনাগ্রস্থ বাইকটি চালাচ্ছিলেন সিভিক ভলেন্টিয়ার জয়নাল হক। তাঁর বাড়ি চোপড়ার অম্বিকানগর এলাকায়। তিনি চোপড়ার দাসপাড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাতে চোপড়ার দাসপাড়া এলাকায় নাইট ডিউটির কাজ সেরে শনিবার সকালে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে চোপড়ার দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। এদিকে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।
পিয়া গুপ্তা