বিশেষ করে কচিকাচাদের পছন্দ এই ক্রিসমাস স্নো ট্রি। সেদিন দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটে বিভিন্ন দোকানগুলিতে রয়েছে ক্রিসমাস ট্রি, মিনি গ্লিটার সান্তাক্লজ -সহ ক্রিসমাস বেল, গিফট ও আরও অনেক কিছু আছে এই তালিকায়।
শিলিগুড়ির বিধান মার্কেট, সেবক রোডের দোকান গুলিতে এখন সারি সারি স্নো ট্রি। অর্থাৎ বরফ ঢাকা ক্রিসমাস ট্রি। আর শিলিগুড়িতে দাঁড়িয়ে এমন বরফ ঢাকা গাছ কে না কিনতে চাইবে। বোনের জন্য ক্রিসমাসের বাজার করতে এসে বীরেন বিষ্ণই বলেন, ‘বোনের স্কুলে প্রোগ্রাম আছে তাই বোনের জন্য আমি ক্রিসমাসের পুরো কস্টিউম নিতে এসেছি। একই সঙ্গে ক্রিসমাস ট্রি এবং আরও কিছু সান্তাক্লজ আমি নিয়ে যাব। এ বছর সবাই মিলে দারুন উপভোগ করব। বিক্রেতাদের কথায় এখন শিলিগুড়িতে শহর যেমন সেজে উঠবে বড়দিনে ঠিক তেমনি বাড়িতে বাড়িতেও এই ক্রিসমাস সাজানোর চল হয়েছে। তাই বিক্রি আগের তুলনায় খানিকটা বেড়েছে।
advertisement
শিলিগুড়ির সেবক রোডের এক বিক্রেতা শুভম দাস বলেন, “গত বছরের তুলনায় এবছর আশা করছি বাজার ভাল হবে। ইতিমধ্যেই প্রচুর স্কুল থেকে শুরু করে কচিকাঁচারা দোকানে এসে জিনিস কিনে নিয়ে যাচ্ছে। প্রতিবছর নরমাল ক্রিসমাস ট্রি থাকলেও এবছর স্নো ট্রির চাহিদা ভীষণ বেশি।
১৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামের স্নো ট্রি পাওয়া যাচ্ছে। আকার অনুযায়ী দাম নেওয়া হচ্ছে। প্রতি দোকানেই এখন মিলছে এই স্নো ট্রি। এছাড়াও গ্লিটার দেওয়া ছোট ছোট স্যান্টাক্লজ এবং নতুন নতুন গিফট বক্স বাজারে দারুন চলছে। তাই আপনিও আপনার বাড়িতে বড়দিন উদযাপন করতে ঘর সাজাতে নিয়ে যেতে পারেন এই স্নো ট্রি।
অনির্বাণ রায়