বাংলাদেশের সীমান্ত হিলি থানার ভারত ঘেঁষা চুকুরপাই গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ইমরান মণ্ডল। তাঁর ১০ বছর বয়সি পুত্রসন্তান ইমন মণ্ডল। পাঞ্জুল হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। কিন্তু সে ব্যতিক্রমী প্রতিভার। ইন্টারনেট ঘেঁটে একাধিক বিষয়ে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করেছে। ১ মিনিটেই বলে দিতে পারছে ১৩০টি দেশের রাজধানীর নাম। কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর ২৬টি স্ট্যাচুর নাম অবলীলায় বলে দিতে পারে। ইমনের বাবা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ইমরান মণ্ডলের আনন্দ যেন ধরে না। জানা গিয়েছে, মোবাইল থেকে বিভিন্ন তথ্য খাতায় লিখে নিয়ে পড়াশুনা করত। সম্প্রতি ওই কিশোরের পরিবারের তরফে তার এই প্রতিভার কথা জানানো হয়।
advertisement
ক্ষুদে স্কুল পড়ুয়া ইমন মন্ডল জানান, “বড় হয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। এই অল্প বয়সেই ইঞ্জিনিয়রিংয়ের পাঠ নিয়ে ঘাঁটাঘাঁটিও শুরু করে দিয়েছে। এই সাফল্য পেয়ে বড় খুশি সে। অকপটেই বলছে, ইন্টারনেট থেকেই আমি সব শিখেছি। খেলাধূলার থেকে পড়তে বেশি ভাল লাগে।”
আরও পড়ুন : ব্লাড সুগার থেকে কৃমি নিয়ন্ত্রণ করে নিমেষে! জানুন পলাশগাছের নানা অংশের হাজারো ওষধি গুণ
ইমনের মা রিজিয়া সুলতানা বলেন, “ছোট থেকেই ওর পড়াশোনার প্রতি খুব ঝোঁক। এখন যা শিখেছে তা কিন্তু মোবাইল ঘেঁটেই। ইন্টারনেট থেকে পড়াশোনা করে। আমরাও গাইড করেছি, শিক্ষকেরাও। ওর পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয় সেটা আমরা সবসময় দেখি।”
ইমনের পরিবার সূত্রের খবর, ইন্ডিয়া বুক অব রেকর্ডের ওই সংস্থার তরফে ইমনের ব্যতিক্রমী প্রতিভার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। এর পরই ভারতের ১০জন কিশোরের মধ্যে প্রতিযোগিতা হয়। গত ১১ ডিসেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-র অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ইমন। তার পরেই আসে সুখবর। সেখানেই ইমনের প্রতিভা প্রতিষ্ঠিত হয়। গত ১৫ জানুয়ারি ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে ইমন মণ্ডলকে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি ইমনের বাড়ি স্বীকৃতিপত্র পাঠিয়েছে ওই সংস্থা। তার পর থেকে উচ্ছ্বসিত পারিবারের সদস্যরা।