মালদহের ইংরেজবাজার ব্লকের বাগবাড়ির বাসিন্দা মসফুদার রহমানের একমাত্র ছেলে মাহফুস রহমান। মা তাহসিনা আফরিন। মাহফুজ রহমানের বাবা কলেজের অধ্যাপক। ছোট থেকেই প্রতিভার অধিকারী মাহফুজ। পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও ভাল। এখন থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক রয়েছে তার। পাঁচ বছর বয়সেই ছড়া মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলে। তারপর থেকেই আরও প্রচেষ্টা চালিয়ে যায় সে। দু’ বছর পর পরবর্তী প্রচেষ্টায় আবারও রেকর্ড বইয়ে নাম তোলে মাহফুজ। বাবা মসফুদার রহমান বলেন, ‘‘ছেলের মধ্যে প্রতিভা রয়েছে। আগামীতে গিনিস বুক অব ওয়াল্ড রেকর্ডস-এ নাম তোলার প্রচেষ্টা চালাচ্ছি।’’
advertisement
আরও পড়ুন : সামান্য গোবিন্দভোগ চাল দিয়ে অপূর্ব মোচার ঘণ্ট! সহজ রেসিপিতে বানিয়ে বাহবা পান নিমেষে
বর্তমানে মাহফুজ মালদহ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র। তার মা তাহসিনা আফরিন তাকে বিভিন্ন প্রতিযোগিতা গুলিতে অংশগ্রহণ করার জন্যও তৈরি করে থাকেন। ছেলেরা এমন প্রতিভায় খুশি বাবা-মা-সহ প্রত্যেকেই।