জানা যায়, এদিন দুপুরে ওই সাত মাসের শিশুর মা তাকে ঘুম পাড়িয়ে স্নানে যান। সেই সময় শিশুর দাদুও ঘরে খাওয়াদাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন। অন্যদিকে শিশুটির বাবাও বাড়িতে ছিলেন না। স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে শিশুর মা দেখেন, বিছানা থেকে তাঁর মেয়ে উধাও। ঘরের আশপাশে অনেক খোঁজাখুজি করে না পেয়ে আশপাশের বাড়ির লোকজনের কাছ থেকে খোঁজ নেন।
advertisement
আরও পড়ুন : মাত্র ১০ টাকাতেই করিয়ে নিন র*ক্তের বিভিন্ন জটিল পরীক্ষা, হাতে সময় মাত্র দু’দিন! হাওড়ার মিলছে সুযোগ
ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনারস্থলে রয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। পরিবার এবং আশপাশের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে নিখোঁজ শিশুর তল্লাশি শুরু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, এলাকার এক বাড়ির সিসি ক্যামেরাতে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে টোটোয় চেপে কোলে কিছু নিয়ে যেতে দেখা যায়। এরপরেই শিশুর খোঁজ করতে পুলিশ কুকুর আনা হয়। এর পরেই আলিপুরদুয়ার জংশন এলাকার ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে পুলিশ। সন্দেহভাজন সকলের ওপর নজর রয়েছে পুলিশের। সিসি ক্যামেরায় দেখা পাওয়া সেই মহিলার খোঁজ চলছে।






