Low Cost Pathology Test : মাত্র ১০ টাকাতেই করিয়ে নিন র*ক্তের বিভিন্ন জটিল পরীক্ষা, হাতে সময় মাত্র দু'দিন! হাওড়ার মিলছে সুযোগ

Last Updated:

Low Cost Pathology Test : মাত্র ১০ টাকায় কোলেস্টোরেল, হিমোগ্লোবিন, সুগার পরীক্ষা করার সুযোগ। এছাড়াও আরও বিভিন্ন পরীক্ষায় থাকছে ৬০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
ধুলোগড়, রাকেশ মাইতি: শুনে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। মাত্র ১০ টাকায় কোলেস্টোরেল, হিমোগ্লোবিন, সুগার পরীক্ষা করার সুযোগ। এছাড়াও আরও বিভিন্ন পরীক্ষায় থাকছে ৬০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়। যখন চিকিৎসা খরচ জোগাতে রীতিমতো মানুষ নাজেহাল হয়ে উঠছেন, তখন এরকম অবিশ্বাস্য ছাড়ে পাওয়া যাচ্ছে চিকিৎসা পরিষেবা। যে বিজ্ঞাপন দেখে চমকে উঠছেন বহু মানুষ।
এমন বিজ্ঞাপন দেখে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারছেন না। নামমাত্র খরচে এমন পরিষেবা পাওয়া যাচ্ছে দেখে অনেকেই খুশি। এই নিয়ে ধুলোগোড়-ফটিকগাছি রোডের জুজারসাহা উত্তরপাড়া এবং ধুলোগোর সাঁকোতলা এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। এলাকার একটি ক্লিনিক ও কালেকশন সেন্টার স্থানীয় মানুষকে বিশেষভাবে সুবিধা দিতেই এই উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন : মহিলা ব্রিগেডের হাত ধরে ভারতের বিশ্বজয়, পাকিস্তানকে নাস্তানাবুদ করা ‘অপারেশন সিঁদুর’! দাঁইহাটের রাসে চমকের পর চমক
সংস্থার কর্ণধার তাপস মন্ডল জানান, এখানে সমস্ত পরীক্ষা একটি নামকরা প্যাথল্যাবস এর দ্বারা সম্পন্ন হয়। গত ১০ বছর এভাবেই বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। বহু মানুষ রয়েছেন, যাদের অর্থনৈতিকভাবে নানা সমস্যা রয়েছে। ফলে চিকিৎসা পরিষেবার জন্য তাদের বেগ পেতে হয়। তাই আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং মানবিক দিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, এবার ধুলোগড় শাঁকোতলা শাখায় আগামী আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ শনি ও রবিবার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অভাবনীয় ছাড় এর ব্যবস্থা করা হয়েছে। যেখানে ৫০০ টাকার পরীক্ষা মাত্র ২০০ টাকায় করা হচ্ছে। ১৭০ টাকার পরীক্ষায় ১০ টাকা, ৮৫ টাকার পরীক্ষা ১০ টাকায় করা হচ্ছে। কোলেস্টরেল, ইউরিক অ্যাসিড, এইচবিএ১৩, সুগার, ত্রৈমাসিক সুগার, থাইরয়েড প্রোফাইল এর মত বিভিন্ন পরীক্ষায় এই দু’দিন থাকছে বিশেষ ছাড়। প্রতিদিন যেখানে ১০০’র অধিক মানুষ এই সুযোগ পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Low Cost Pathology Test : মাত্র ১০ টাকাতেই করিয়ে নিন র*ক্তের বিভিন্ন জটিল পরীক্ষা, হাতে সময় মাত্র দু'দিন! হাওড়ার মিলছে সুযোগ
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement