গত ২৪ ঘণ্টায় যে তিন শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে হবিবপুর এর দাল্লা এলাকার বাসিন্দা সাড়ে তিন বছরের আদিত্য মণ্ডল, ইংরেজবাজারের কাজিগ্রামের চণ্ডীপুর এলাকার বাসিন্দা সাত মাসের শিশু ইফরাজ শেখ। আর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় মালদহ শহরের বাসিন্দা ছয় মাসের শিশু মঙ্গল ডোমের। শিশুদের মধ্যে জ্বরের (Child Fever in Bengal) প্রকোপ বাড়তে থাকায় সতর্ক করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অসুস্থ শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞদের দল গঠন করা হয়েছে।
advertisement
অসুস্থ শিশুদের রোগের বিষয়ে নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত জ্বরের পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মেডিক্যাল সুপার, শিশু বিভাগের প্রধান প্রমুখ। বৈঠকের পরে কর্তৃপক্ষের দাবি, প্রতিবছরই এই সময়ে শিশুদের মধ্যে জ্বরের (Child Fever in Bengal) প্রকোপ বাড়ে । এদিন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মালদহ মেডিক্য়াল কলেজে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া জনিত সমস্যা ছিল।
আরও পড়ুন- শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৩, জলপাইগুড়ির ভাইরাল জ্বর আর কোথায়-কোথায় থাবা বসাল?
এর মধ্যে দুই শিশুকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। ফলে চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। যদিও হাসপাতালে শিশু বিভাগে শয্যা সংখ্যা ১২০। এদিন দুপুর পর্যন্ত ভর্তি রয়েছে ১৬৪ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে মালদহ মেডিক্য়ালে ভর্তি হয়েছে ২৯ জন শিশু। অসুস্থ শিশুদের বেশিরভাগেরই জ্বরের সমস্যা সহ অন্যান্য একাধিক উপসর্গ রয়েছে। বেশিভাগ শিশুর ভাইরাল জ্বরের লক্ষণ রয়েছে। শিশুদের চিকিৎসায় ধারাবাহিক নজরদারি চলছে। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।
সেবক দেবশর্মা
আরও পড়ুন- রাজ্যজুড়ে জ্বরের আতঙ্ক! রায়গঞ্জ মেডিক্যাল কলেজে দু'দিনে ভর্তি ১৫ শিশু, কী বলছে হাসপাতাল?